Union Budget 2021: কৃষক মন জয়ে কৃষি ক্ষেত্রের জন্য কী বিশেষ ঘোষণা করতে চলেছে মোদী সরকার

কৃষি আইনের প্রতিবাদে উত্তাল বিক্ষুব্ধ কৃষকরা। দিল্লির রাজপথে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন তারা। তারই মধ্যে বাজেটে কৃষি ক্ষেত্রে কী বরাদ্দ করতে চলেছে মোদী সরকার সেদিকে তাকিয়ে রয়েছেন কৃষক নেতারা। কৃষকদের মন জয়ে কোনও বিশেষ ঘোষণা করতে চলেছে কিনা সেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ।

২০২২ সালের মধ্যে দেশের কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল মোদী সরকার। তারপরেই কিষাণ নিধি প্রকল্পের সূচণা করা হয়। তাতে বছরে ৬ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু করেছে মোদী সরকার। সেই টাকার পরিমাণ দ্বিগুণ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

কৃষকদের আয় বাড়াতে কৃষিক্ষেত্রের পরিকাঠামো গত উন্নয়নে জোর েদওয়া হতে পারে বাজেটে। জাতীয় খাদ্য সুরক্ষা মিশন ও প্রধানমন্ত্রী কৃষি সিঞ্জয়ী যোজনায় বাজেট বরাদ্দ বাড়ানো হতে পারে। গ্রামীণ ক্ষেত্রের উন্নয়নে আরও একটি বিশেষ প্রকল্প ঘোষণা করতে পারে মোদী সরকার। এমনকী গ্রামাঞ্চলে কর্মসংস্থানের ক্ষেত্রেও বিশেষ জোর দিতে চলেছে মোদী সরকার। কারণ করোনা পরিস্থিতিতে গোটা দেশেই পরিযায়ী শ্রমিক সংকট বেড়েছে। এই নিয়ে বিরোধীরা মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে।

এছাড়াও ন্যাচরাল ও অরগ্যানির চাষের ক্ষেত্রেও বিশেষ বরাদ্দ করতে চলেছে মোদী সরকার। কিষাণ নিধি প্রকল্পের দ্বিতীয় কিস্তি প্রদান অনুষ্ঠানে এই অরগ্যানিক ও ন্যাতরাল চাষ নিয়ে একাধিক কথা বলেছিলেন মোদী সরকার। তবে কৃষক আন্দোলন নিরসনে এরকমএকাধিক বরাদ্দ বাড়াতে চলেছে মোদী সরকার। এমনই মনে করছে রাজনৈতিক মহল।

More UNION BUDGET 2021 News