জেমস হইতে সাবধান! ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে বিরাটের এই পরিসংখ্যান উদ্বেগের!

আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে হবে এই ম্যাচ। মোকাবিলা হাড্ডাহাড্ডি হবে বলে আশা ক্রিকেট প্রেমীদের। ম্যাচে বিরাট কোহলির ব্যাট থেকে বড় ইনিংস আশা করা হচ্ছে। তবে কাজটা যে সহজ নয়, তা ভাল মতোই জানে টিম ইন্ডিয়ার অধিনায়ক। বিশেষ করেন ইংল্যান্ড ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসনের বিরুদ্ধে বিরাটের টেস্ট ব্যাটিংয়ের পরিসংখ্যান খুব একটা আশাব্যঞ্জক না হওয়ায় চিন্তায় রয়েছেন ক্রিকেট প্রেমীরাও।

অ্যান্ডারসন বনাম বিরাট

টেস্টে মুখোমুখি মোকাবিলায় বিরাট কোহলির থেকে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন জেমস অ্যান্ডারসন। লাল বলের ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার অধিনায়ককে পাঁচ বার আউট করেছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার। চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামার আগে এই পরিসংখ্যান বিরাট কোহলিকে ভাবাতে পারে।

জেমস হইতে সাবধান

১) ২০১২ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথমবার জেমস অ্যান্ডারসনের শিকার হয়েছিলেন বিরাট কোহলি। স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছিলেন ভারত অধিনায়ক।

২) লর্ডসে ২০১৪ সালের টেস্টে বিরাট কোহলিকে দ্বিতীয়বার আউট করেছিলেন জেমস অ্যান্ডারসন। ব্রিটিশ পেসারের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

৩) ২০১৪ সালেরই সাউদাম্পটনে বিরাট কোহলিকে তৃতীয় বারের জন্য আউট করেছিলেন জিমি অ্যান্ডারসন। স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন রান মেশিন।

৪) ২০১৪ লাবের ম্যাঞ্চেস্টার টেস্টে ফের জেমস অ্যান্ডারসনের বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। একই ম্যাচের দ্বিতীয় ইনিংসে জিমির বলে ফরে স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন কোহলি।

কী উত্তর দিয়েছেন বিরাট

১) ২০১৪ সালে ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেবার জেমস অ্যান্ডারসনের বিরুদ্ধে টেস্টে মাত্র ১৯ রান করেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। উল্টে তিনি চার বার আউট হয়েছিলেন।

২) ২০১৬ সালের সাক্ষাতে জেমস অ্যান্ডারসনের বিরুদ্ধে টেস্টে মাত্র ৬৯ রান করেছিলেন বিরাট কোহলি।

৩) ২০১৮ সালের ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজে বিরাট কোহলিকে একবারও আউট করতে পারেননি জেমস অ্যান্ডারসন। উল্টে ইংল্যান্ড ফাস্ট বোলারের বিরুদ্ধে ১১৪ রান করেন ভারত অধিনায়ক।

লম্বা ছুটির পর ফিরছেন কোহলি

অ্যাডিলেড টেস্টে বিশ্রী হারের পর পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে এসেছিলেন বিরাট কোহলি। সদ্য কন্যা সন্তানের বাবা হওয়া টিম ইন্ডিয়ার অধিনায়ক ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ফের মাঠে নামছেন।

ভারত বনাম ইংল্যান্ড ২০২১ : মোতেরায় আমন্ত্রিত প্রধানমন্ত্রী! দর্শক প্রবেশের অনুমতি!

More INDIA VS ENGLAND 2021 News