অ্যান্ডারসন বনাম বিরাট
টেস্টে মুখোমুখি মোকাবিলায় বিরাট কোহলির থেকে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন জেমস অ্যান্ডারসন। লাল বলের ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার অধিনায়ককে পাঁচ বার আউট করেছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার। চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামার আগে এই পরিসংখ্যান বিরাট কোহলিকে ভাবাতে পারে।
জেমস হইতে সাবধান
১) ২০১২ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথমবার জেমস অ্যান্ডারসনের শিকার হয়েছিলেন বিরাট কোহলি। স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছিলেন ভারত অধিনায়ক।
২) লর্ডসে ২০১৪ সালের টেস্টে বিরাট কোহলিকে দ্বিতীয়বার আউট করেছিলেন জেমস অ্যান্ডারসন। ব্রিটিশ পেসারের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।
৩) ২০১৪ সালেরই সাউদাম্পটনে বিরাট কোহলিকে তৃতীয় বারের জন্য আউট করেছিলেন জিমি অ্যান্ডারসন। স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন রান মেশিন।
৪) ২০১৪ লাবের ম্যাঞ্চেস্টার টেস্টে ফের জেমস অ্যান্ডারসনের বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। একই ম্যাচের দ্বিতীয় ইনিংসে জিমির বলে ফরে স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন কোহলি।
কী উত্তর দিয়েছেন বিরাট
১) ২০১৪ সালে ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেবার জেমস অ্যান্ডারসনের বিরুদ্ধে টেস্টে মাত্র ১৯ রান করেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। উল্টে তিনি চার বার আউট হয়েছিলেন।
২) ২০১৬ সালের সাক্ষাতে জেমস অ্যান্ডারসনের বিরুদ্ধে টেস্টে মাত্র ৬৯ রান করেছিলেন বিরাট কোহলি।
৩) ২০১৮ সালের ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজে বিরাট কোহলিকে একবারও আউট করতে পারেননি জেমস অ্যান্ডারসন। উল্টে ইংল্যান্ড ফাস্ট বোলারের বিরুদ্ধে ১১৪ রান করেন ভারত অধিনায়ক।
লম্বা ছুটির পর ফিরছেন কোহলি
অ্যাডিলেড টেস্টে বিশ্রী হারের পর পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে এসেছিলেন বিরাট কোহলি। সদ্য কন্যা সন্তানের বাবা হওয়া টিম ইন্ডিয়ার অধিনায়ক ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ফের মাঠে নামছেন।