গত ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়েছে করোনা ভ্যাকসিন ড্রাইভ। তবে তারপর থেকেই একের পর এক ঘটে চলেছে অপ্রীতিকর ঘটনা। ভ্যাকসিন নেওয়ার পর অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন এবং ১১ জন স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে চিঠি পাঠিয়ে ১১ জন স্বাস্থ্যকর্মী ও সামনের সারির কর্মীদের মৃত্যুর তদন্তের দাবি জানিয়েছে। করোনা ভাইরাস ভ্যাকসিন ড্রাইভে ভারতে মোট মৃত্যু হয়েছে ১১ জনের।
মালিনি অইসোলা, এসপি কারান্ত্রী, টি জেকব জন সহ বিশিষ্ট বিশেষজ্ঞরা স্বাস্থ্যকর্মীদের মৃত্যুর তদন্তের দাবি জানিয়ে চিঠি লিখেছে। চিঠিতে বলা হয়েছে, 'যদিও জেলা বা রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন যে মৃত্যুর কোনওটিই ভ্যাকসিনের সঙ্গে সম্পর্কিত নয়, তবে এই মৃত্যুর মূল্যায়ন এবং কি কারণে মৃত্যু হয়েছে তার রিপোর্টও প্রকাশ করা হয়নি।’ চিঠিতে এও বলা হয়েছে, 'কে মৃত্যুর তদন্ত করেছে এবং প্রতিটি তদন্তের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয়েছে তার কোনও বিবরণ প্রকাশ্যে আনা হয়নি। জাতীয় কমিটি এই মৃত্যুর তদন্ত করার জন্য বাধ্য।’
চিঠিতে বলা হয়েছে, 'এই বিষয়ে হু-এর গাইডলাইন মনে রাখতে হবে। কারণ ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১১ জনের।’ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের বক্তব্য, একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ের মধ্যে টিকাকরণের পর দুই বা ততোধিক মৃ্ত্যু হলে তদন্ত করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনে স্পষ্টভাবে তা উল্লেখ করা আছে। ১৬ জানুয়ারি দেশজুড়ে টিকাকরণ শুরু হওয়ার পর থেকেই একাধিক পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া গিয়েছে। এসেছে মৃত্যুর খবরও। তবে কেন্দ্র বা রাজ্য সকলেই জানিয়েছিল যে এই মৃত্যগুলি টিকাকরণের জন্য হয়নি, মৃতদের শরীরে অন্য সমস্যা ছিল।
Budget 2021: 'স্বচ্ছ্ব ভারত ২.০' আসছে! 'জলজীবন' নিয়ে কোন ঘোষণা নির্মলার