চেন্নাই: ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে একাধিক রেকর্ড ভাঙার ‘বিরাট’ হাতছানি রয়েছে কোহলির সামনে৷ ৫ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজ খেলতে নামছে ভারত৷ এই সিরিজে মহেন্দ্র সিং ধোনির পাশাপাশি সুনীল গাভাস্কর ও রিকি পন্টিংয়ের রেকর্ডের সামনে রয়েছেন বিরাট কোহলি৷

কোভিড-১৯ পরিস্থিতির পর এটাই ভারতের মাটিতে প্রথম আন্তর্ডাতিক ক্রিকেট সিরিজ৷ গত বছর মার্চের পর থেকে ঘরের মাঠে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেনি কোহলি অ্যান্ড কোং৷ গত বছর নভেম্বরে অস্ট্রেলিয়া সফর ছিল বিরাটদের কোভিড পরবর্তী প্রথম আন্তর্জাতিক সিরিজ৷ প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রী’র পাশে থাকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের সাক্ষী থাকা হয়নি কোহলির৷

বাবা হওয়ার পর প্রথমবার বাইশ গজে ফিরছেন কোহলি৷ তবে গত বছর ব্যাটে সাফল্য সেভাবে ধরা দেয়নি কোহলির৷ ১৩ মাস কোনও টেস্ট সেঞ্চুরি নেই বিরাটের৷ ৮৭টি টেস্টে ২৭টি সেঞ্চুরির মালিক কোহলি৷ কিন্তু ব্যাটসম্যান ছাড়াও ক্যাপ্টেন হিসেবে ২০১৯ নিউজিল্যান্ড সফরে বিরাটের নেতৃত্বে ০-২ ভারত টেস্ট সিরিজ হেরছিল৷ অস্ট্রেলিয়া সফরেও তাঁর নেতৃত্বে অ্যাডিলেড ওভালে প্রথম টেস্টে ভারত ৮ উইকেটে হারে৷

২০২১ ইংল্যান্ডের বিরুদ্ধে নতুন করে শুরু করতে চান কোহলি৷ দলের পাশাপাশি একগুচ্ছ ব্যক্তিগত রেকর্ডের সামনে বিরাট৷ চার টেস্টের সিরিজে দু’টি টেস্ট জিতলেই ঘরের মাঠে সর্বাধিক টেস্ট জয়ের নিরিখে ধোনিকে টপকে যাবেন বিরাট৷ ঘরের মাঠে ক্যাপ্টেন হিসেবে সর্বাধিক ২১টি টেস্ট জয়ের রেকর্ড রয়েছে ধোনির দখলে৷ আর অধিনায়ক হিসেবে কোহলি জিতেছেন ২০টি টেস্ট৷ সুতরাং চার টেস্টের সিরিজে দু’টি টেস্ট জিতলেই ধোনিকে টপকে নতুন রেকর্ড গড়বেন বিরাট৷ চিপকে প্রথম দু’টি টেস্টেই মাহিকে টপকে যাওয়ার সুযোগ রয়েছেন কোহলির সামনে৷

এছাড়াও ইংল্যান্ড সিরিজে কোহলি ৪৮৯ রান করলেই গাভাস্করের রেকর্ড ভাঙেন৷ ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট রান রয়েছেন গাভাস্কররে৷ প্রাক্তন ভারতীয় ওপেনারের ঝুলিতে রয়েছে ২২ ম্যাচে ১৩৩১ রান৷ আর কোহলি করেছেন ৯ ম্যাচে ৮৪৩ রান৷ আর সচিন তেন্ডুলকরকে টপকাতে কোহলির দরকার ১১৭ রান৷ কারণ ১৫টি টেস্টে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯৬০ রান করেছেন সচিন৷

এর পাশাপাশি ক্যাপ্টেন হিসেবে পন্টিরে রেকর্ড ভাঙার হাতছানি রয়েছে বিরাটের সামনে৷ অধিনায়ক হিসেবে ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক প্রাক্তন অজি অধিনায়ক৷ ১১টি সেঞ্চুরি রয়েছে পন্টিংয়ের দখলে৷ আর কোহলি করেছেন ১০টি সেঞ্চুরি৷ অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে দু’টি সেঞ্চুরি করলেই পন্টিংকে টপকে যাবেন বিরাট৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

Caption: ৩৭৭ এর শেকল থেকে মুক্তির পর কোথায় দাঁড়িয়ে LGBTQ আন্দোলন। আলোচনায় বাপ্পাদিত্য মুখোপাধ্যায়।