বই খাতার জায়গা নিল আইপ্যাড, ইতিহাত গড়ে প্রথমবার পেপারলেস বাজেট পেশ নির্মলার

আজ সংসদে ২০২১-২২ অর্থবর্ষের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সকাল ১১টায় বাজেট পেশ করবেন তিনি। এটি নরেন্দ্র মোদী সরকারের নবম বার্ষিক বাজেট। গত প্রায় এক বছর ধরে করোনার কারণে দেশের অর্থনীতি নড়বড়ে অবস্থায় পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে, একটি দূরদর্শী বাজেট অর্থনীতিকে ফের চাঙ্গা করতে পারে।

পেপারলেস বাজেট

এদিকে এই প্রথমবার বাজেট হবে কাগজগীন। করোনা আবহে এবার ডিডিটালি পেশ হবে বাজেট। প্রতি সদস্যকে বাজেট বক্তব্যের সফট কপি দেওয়া হবে কেন্দ্রের তরফে। ইতিমধ্যে লাল শালুতে মোড়া আইপ্যাড নিয়ে সংসদে প্রবেশ করেছেন অর্থমন্ত্রী।

'বাজেট এমন হবে, যা আগে কখনও হয়নি'

জানুয়ারি মাসে ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌নির্মলা সীতারমণ বলেছিলেন, ২০২১ সালের বাজেট (এপ্রিল যে অর্থবর্ষ শুরু হবে) এমন হবে, যা আগে কখনও হয়নি। অন্যদিকে, অর্থনীতিবিদদের বিশ্বাস, ২০২১ অর্থবর্ষে জিডিপি ৭ থেকে ৮ শতাংশ হ্রাস পাবে। কারণ, করোনার জেরে লকডাউনের কারণে দেশের অর্থনীতি মন্দার পর্যায়ে রয়েছে।

জিডিপি ২.২৪ লক্ষ কোটি টাকা থেকে কমে হয়েছে ১.৯৪ লক্ষ কোটি টাকা

নির্মলা সীতারমণ উপস্থাপিত শেষ বাজেটের পর থেকে ভারতীয় অর্থনীতিতে ২০২১ অর্থবর্ষে জিডিপি ২.২৪ লক্ষ কোটি টাকা থেকে কমে হয়েছে ১.৯৪ লক্ষ কোটি টাকা। এদিকে, ২৯ জানুয়ারি সংসদে আর্থিক সমীক্ষা পেশের সময় ২০২১-২২ সালে দেশের আর্থিক বৃদ্ধির হার ১১ শতাংশে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন নির্মলা সীতারমণ। করোনা আবহে দেশে যে আর্থিক ঘাটতি দেখা দিয়েছে, তা পূরণ করতে অনেকটাই সময় লাগবে।

কোন কোন দিকে নজর

সেক্ষেত্রে, এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঠিক কোন কোন দিকে নজর দেবেন, বিশেষ করে স্বাস্থ্য খাতে কতটা বরাদ্দ করবেন তিনি, সেদিকে নজর রয়েছে দেশবাসীর। করোনার প্রভাব পড়েছে শিক্ষা ও রেল পরিষেবাতেও। সেক্ষেত্রে এই দু'টি দিকে অর্থমন্ত্রী নজর দেবেন কি না, সেই প্রশ্নও উঠছে।

More INDIAN ECONOMY News