ব্যাঙ্কের বেসরকারীকরণ নিয়ে আরও বড় বার্তা নির্মলার! জানালেন মোদী সরকার কী চাইছে

বাজেট নিয়ে বিরোধীদের প্রতিক্রিয়া গোটা বাজেটই হয়েছে 'দেশ বিক্রি' করার লক্ষ্য নিয়ে। বামেদের দাবি এটি কর্পোরেট সেক্টরের বাজেট, কংগ্রেস থেকে তৃণিমূল বাজেটের বেসরকারীকরণ নিয়ে খোঁচা দিতে ছাড়েনি। এমন অবস্থায় বেসরকারীকরণ নিয়ে বক্তব্য রাখলেন নির্মলা সীতারমন।

ব্যাঙ্কের বেসরকারীকরণ নিয়ে বার্তা

এদিকে, ব্যাঙ্কের বেসরকারীকরণ নিয়ে এদিন বাজেটে বড় বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি এক বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জানিয়েছেন,রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে আলোচনায় রয়েছে সরকার। আর বিলগ্নীকরণের লক্ষ্যমাত্রা পৌঁছতেই খুব শিগগির সরকার কিছু পদক্ষেপ নিতে পারে।

পাবলিক সেক্টর ব্যাঙ্ক নিয়ে চরম বার্তা

অর্থমন্ত্রী জানান, পাবলিক সেক্টর ব্যাঙ্ককে 'ছোঁয়া' যাবে না বলে যে আবেগ দেশের অর্থনীতিতে রেছে তা একটি সরকার চালনার ক্ষেত্রে কার্যকরী হতে পারে না। তিনি জানান, সরকার চাইছে আরও প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক, যারা কাজ করবে, পোক্তভাবে কাজ করবে। আর এই ব্যাঙ্কগুলি যাতে ভারতের স্বপ্ন পূরণ করতে পারে, সেদিকে এই ব্যাঙ্কগুলি কার্যকর হতে পারে কি না, তা খতিয়ে দেখছে ভারত।

সরকার কী চাইছে?

নির্মলা সীতারমন সাফ জানান, মোদী সরকার চাইছে আরও কার্যকরী ব্যাঙ্ক। আলস্যকে কোনও মতেই সরকার আমল দিতে রজি নয়। এই বক্তব্য এদিন স্পষ্ট করে দেন নির্মলা সীতারমন। প্রসঙ্গত, এদিন দুটি পাবলিক সেক্টর ব্যাঙ্ক ও একটি ইনশিওরেন্স সংস্থাকে বেসরকারীকরণ করার বার্তা দিয়েছেন সীতারমন।

ব্যাঙ্কের বেসরকারীকরণ নিয়ে কিছু তথ্য

এদিকে, ব্যাঙ্কিং সেক্টরের খবর, এসবিআই ও পিএনবির মতো বড় ব্যাঙ্কগুলিকে সম্ভবত সরকার ছোঁবে না। তবে ছোট ও মাঝারি ধরনের ব্যাঙ্ককে সরকার ছুঁতে পারে বেসরকারীকরণের হাত ধরে।

More NIRMALA SITHARAMAN News