স্টাফ রিপোর্টার, কলকাতা: নির্বাচনের কথা মাথায় রেখে ‘রোড ফর ভোট’। এভাবেই মোদী সরকারের বাজেটকে (Budget2021) কটাক্ষ করলেন কংগ্রেসের সংসদীয় দলের নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)৷

অধীর চৌধুরীর দাবি, সরকার নিজেকে বাঁচাতে চেয়েছে এই বাজেটের হাত ধরে। আর তা করতে গিয়েই হয়েছে সমস্যা। অধীর চৌধুরী এদিনের বাজেটে ঘোষিত বেসরকারিকরণ ঘিরে মোদী সরকারের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, সরকার বেসরকারীকরণ করে নিজেকে বাঁচাচ্ছে।

অধীর চৌধুরী বলেন, রোড ফর ভোট -কে সামনে রেখে সরকার এগিয়েছে। কারণ কিছু কিছু রাজ্যে সামনে এখন ভোট রয়েছে। এই সুর ধরে তিনি বলেন, আশা করা হয়েছিল গরীবদের হাতে মোদী সরকার টাকা দেবে। তবে তা হয়নি। বিলগ্নীকরণ থেকে বেসরকারিকরণের সরকার ভাবে দেশ বিক্রি করাই রাস্তা।

কোভিড পরিস্থিতির ব্যাপক প্রভাব পড়েছে ভারতীয় অর্থনীতিতে। ধুঁকতে থাকা বাজারকে চাঙ্গা করতে দরকার টাকার জোগান বাড়ানো। সে কথা মাথায় রেখে অনেকে মনে করেছিল, এবার কর ছাড়া পেতে পারেন মধ্যবিত্তরা। কিন্তু সে পথে এদিন হাঁটেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বরং আয়করে সুবিধা পেলেন প্রবীণরা। আয়করে সুবিধা পেলেন ৭৫ বছরের ঊর্ধ্বের প্রবীণরা। এই বয়সী নাগরিকদের মধ্যে যাঁরা পেনশনভোগী ও সুদের টাকায় দিন কাটান, তাঁদের আয়কর রিটার্ন ফাইল করতে হবে না। কিন্তু কেন্দ্রের এই পদক্ষেপের পর বাজারে টাকার জোগান কতটা বাড়বে তা নিয়ে প্রশ্ন থেকেই গেল। এদিক আবার বহু পণ্যের উপর বসল এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচর অ্যান্ড ডেভলপমেন্ট সেস। ফলে দাম বাড়ছে বহু পণ্যের। বাজেট পেশের পর বাড়ল মূল্যবৃদ্ধির আশঙ্কা।

তবে বিধানসভা নির্বাচনের আগে বাংলার জন্য কল্পতরু হয়েছেন মোদী সরকার। বাংলার রাস্তা উন্নয়ন ও রেলের জন্য বাজেটে মোটা টাকা বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ(Nirmala Sitaraman)। বাংলার রাস্তার উন্নয়নে বাজেটে বরাদ্দ হয়েছে ২৫ হাজার কোটি টাকা৷ (highway projects worth Rs 25,000 crore in Bengal Union Budget 2021-22)।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

Caption: ৩৭৭ এর শেকল থেকে মুক্তির পর কোথায় দাঁড়িয়ে LGBTQ আন্দোলন। আলোচনায় বাপ্পাদিত্য মুখোপাধ্যায়।