গাভাসকরকে টপকে যেতে পারেন বিরাট
ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ৪৮৯ রান করলে গ্রেট সুনীল গাভাসকরকে টপকে যাবেন বিরাট কোহলি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১৩৩১ রান করেছেন লিটল মাস্টার। সেই নিরিখে ভারতীয়দের মধ্যে তালিকার শীর্ষ রয়েছেন সানি।
সচিনকে টপকে যেতে পারেন বিরাট
ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫টি টেস্ট ম্যাচ খেলে ৯৬০ রান করেছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। জো রুটদের বিরুদ্ধে আসন্ন সিরিজে আর ১১৮ রান করলেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট রানে মাস্টার ব্লাস্টারকে টপকে যাবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।
ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে বিরাটের টেস্ট রান
ঘরের মাঠে এখনও পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ৯টি টেস্ট ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। তাঁর ব্যাট থেকে এসেছে ৮৪৩ রান। এই তালিকায় টিম ইন্ডিয়ার অধিনায়কের খুব কাছে রয়েছেন চেতেশ্বর পূজারা। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্টে ৯টি ম্যাচ খেলে ৮৩৯ রান করেছেন সৌরাষ্ট্রের ব্যাটসম্যান।
পন্টিংকে টপকে যাওয়ার সুযোগ
ঘরের মাঠে টেস্টে সর্বাধিক শতরান করা অধিনায়ক তথা ব্যাটসম্যানদের তালিকার শীর্ষ স্থানে থাকা রিকি পন্টিংকে টপকে যাওয়ার সুযোগ পাবেন বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে ঘরের মাঠে ৩৯টি টেস্ট ম্যাচ খেলে ১১টি শতরান হাঁকিয়েছেন অস্ট্রেলিয় কিংবদন্তি। দেশের মাটিতে ভারতের অধিনায়ক হিসেবে এখনও পর্যন্ত ২৬টি টেস্ট ম্যাচ খেলে ১০টি শতরান হাঁকিয়েছেন বিরাট। আসন্ন ভারত বনাম ইংল্যান্ড সিরিজে আর দুটি শতরান করলেই পন্টিং-কে টপকে যাবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।