বাংলায় ২০০-র কম দৈনিক করোনা সংক্রমণ হল ৮ মাস পর! সোমবারের এই পরিসংখ্যানে স্বস্তি ফিরছে করোনায়। দৈনিক সুস্থতার সংখ্যা এদিনও দৈনিক করোনা সংক্রমিতের চেয়ে বেশি। ফলে বাংলায় সক্রিয়ে সংখ্যা কমল আরও। গত ২৭ মে করোনা সংক্রমিত হয়েছিল ১৮৩ জন। আর এদিন ১৭৯। ৮ মাস আগে টেস্টিং হয়েছিল ৯ হাজার, এদিন তার দ্বিগুণ।
একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৭৯ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৬৯ হাজার ৯৯৮ জন। এদিন ১৭৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭০ হাজার ১৭৭ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০১৭৯। এদিন মৃত্যু হয়েছে ৬ জনের।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৭০ হাজার ১৭৭ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৫ হাজার ৪২০ জন। এদিন ১৩৩ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১৭৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৩০৬ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৫৪ হাজার ৫৭৮ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.২৬ শতাংশ।
করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৮০ লক্ষ ১৪ হাজার ২২ জনের। ১০৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৮৯০৪৫। এদিন টেস্টিং হয়েছে ১৮১৬৮ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৭.১১ শতাংশ।
সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১২৭৮৭৫। এদিন ৩১ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১২১৮১৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৩ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৭ জন বেড়ে হয়েছে ৩৬৯৭৫। হাওড়ায় আক্রান্ত ৩৫৫৩৭। এদিন আক্রান্ত হয়েছেন ৬ জন। হুগলিতে ১৮ জন বেড়ে আক্রান্ত ২৯৪৩৪ জন।