চেন্নাই: ভারতের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে কোনও ম্যাচেই ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা দেখছেন না গৌতম গম্ভীর৷ প্রাক্তন ভারতীয় ওপেনারের মতে, কোনও টেস্টে ইংল্যান্ড জিততে পারবে বলে মনে হয় না৷ ডে-নাইট টেস্ট ফিফটি-ফিফটি হতে পারে বলে মনে করছেন তিনি৷

করোনা পরবর্তী সময়ে দেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামছে কোহলি অ্যান্ড কোং। স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের ভারত সফর ঘিরে বাড়তি সতর্ক ভারতীয় ক্রিকেট বোর্ড। গত বুধবার ও বৃহস্পতিবারই জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছে ভারতীয় দলের ক্রিকেটাররা৷ প্রথম পর্বের আরটি-পিসিআর টেস্ট হয়েছিল বৃহস্পতিবার। প্রথম রাউন্ডের করোনা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ভারতীয় ক্রিকেটাররা৷ পরে আরও দু’টি কোভিড টেস্টে পাশ করেছেন ক্রিকেটাররা৷ মঙ্গলবার থেকে নেট প্র্যাকটিস শুরু করছে কোহলি অ্যান্ড কোং৷

ভারত-ইংল্যান্ড চার টেস্টের সিরিজ শুরু হচ্ছে শুক্রবার৷ সিরিজের প্রথম দু’টি টেস্ট হবে চিপকে৷ পরের দু’টি টেস্ট হবে আমদাবাদে মোতেরায়৷ সিরিজের তৃতীয় টেস্টটি হবে পিঙ্ক বলে ডে-নাইট৷ গম্ভীর বলেন, ‘আমার মনে হয় না, ভারতের যা স্পিন আক্রমণ তাতে সিরিজে ইংল্যান্ড কোনও টেস্ট জিততে পারবে বলে৷ চার টেস্টের সিরিজ ৩-০ জিততে পারে ভারত৷ অথবা সিরিজের ফলাফল হতে পারে ভারতের পক্ষে ৩-১৷ ডে-নাইট টেস্টে দুই দলই ফিফটি-ফিফটি৷’

ভারত ঐতিহাসিক প্রথম ডে-নাইট টেস্ট জিতলেও দ্বিতীয় টেস্টে মুখ থুবরে পড়ে৷ ২০১৯ সালে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে দিন-রাতের প্রথম টেস্ট খেলেছিল ভারত৷ তারপর অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাডিলেড ডে-নাইট টেস্ট ৮ উইকেটে হারে কোহলি অ্যান্ড কো৷

শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ সিরিজ জিতে ভারতে এসেছে ইংল্যান্ড৷ লঙ্কা জয়ে বড় ভূমিকা নিয়েছেন দুই স্পিনার বিস ও লিচ৷ দু’জনে ২২ উইকেট তুলে নিয়েছেন৷ ২৩ বছরের ডম বিস দু’ টেস্টের সিরিজে একাই ১২টি উইকেট নিয়েছেন৷ এছাড়াও জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড দারুণ বোলিং করে শ্রীলঙ্কারকে চার ইনিংসে অল-আউট করেছে৷ স্বাভাবিকভাবেই বোলাদের উপরই আস্থা রাখছেন রুট৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

Caption: ৩৭৭ এর শেকল থেকে মুক্তির পর কোথায় দাঁড়িয়ে LGBTQ আন্দোলন। আলোচনায় বাপ্পাদিত্য মুখোপাধ্যায়।