বটগাছের ঝরাপাতাকে এত কীসের ভয় তৃণমূলের, পার্থর টিপ্পনীর জবাব দিলেন রাজীব

দীর্ঘ টালবাহানার পর রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। আর তাঁর বিজেপিতে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে তুলনা করা হয়েছিল বটগাছের ঝরাপাতার সঙ্গে। কখনও বা তুলনা করা হয়েছিল সমুদ্রের এক ঘটি জলের সঙ্গে। এবার হাওড়ার বিজেপি কার্যালায়ে বৈঠক করে রাজীব দিলেন পাল্টা। তিনি বলেন, ঝরাপাতাকে এত ভয় কীসের?

বটগাছের ঝরা পাতা নতুবা সমুদ্রের এক ঘটি জল

রাজীব বিজেপিতে যোগ দেওয়ার পরেই তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তাঁরা দল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখানোক টিপ্পনী কেটেছিলেন। টিপ্পনী দিয়েই সেই জবাব দিলেন রাজীব। পার্থর কথা প্রসঙ্গেই তিনি বলেন, কেন আমাকে নিয়ে এত উতলা হচ্ছেন। এত চিন্তার কারণ কী? আমি তো বটগাছের ঝরা পাতা নতুবা সমুদ্রের এক ঘটি জল।

ব্যক্তিগত আক্রমণ করতে পছন্দ করিনি, আজও করব না

রাজীব বলেন, কই আমি তো কাউকে নিয়ে চিন্তা করছি না। আমি কোন নেতা-নেত্রীর নাম নিয়েছি কি? আমার লক্ষ্য কাউকে আক্রমণ করা হয়। আমার লক্ষ্য বাংলার মানুষের উন্নয়ন করা, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, মা-বোনেদের নিরাপত্তা-সহ সার্বিক মানোন্নয়ন ঘটানো। আমি কোনওদিন ব্যক্তিগত আক্রমণ করতে পছন্দ করিনি, আজও করব না।

স্বরাষ্ট্রমন্ত্রী চেয়েছেন বলেই সম্মত হয়েছেন রাজীব

সোমবারই রাজীবকে জেট ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন জেড ক্যাটাগরির নিরাপত্তার প্রয়োজন হল? সেই প্রশ্নে উত্তরে রাজীব বলেন, আমি মন্ত্রী থাকাকালীনও হাওড়ায় পাইলট কার নিয়ে ঘুরতাম না। আমি নিজে লো প্রোফাইন মেনটেন করি। সাধারণ মানুষের সঙ্গে মিশে কাজ করতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী চেয়েছেন বলেই, তিনি সম্মত হয়েছেন।

প্রতিপক্ষকে রাজনৈতিক শত্রু ভাবে তৃণমূলও

রাজীব জানান, মঙ্গলবার থেকেই আমি জেলা সফর শুরু করবে। প্রতিপক্ষকে রাজনৈতিক শত্রু ভাবত বামেরা। তাই আজ তাদের এই হাল। একই অবস্থায় রাজ্যের বর্তমান শাসকদলেরও। তারাও একইভাবে প্রতিপক্ষকে রাজনৈতিক শত্রু ভাবছে। রবিবার ডুমুরজলার সভার পরে ডোমজুড়ে বিজেপি কর্মীর উপর হামলারও নিন্দা করেন তিনি।

More RAJIB BANERJEE News