'ভেহিক্যাল স্ক্র্যাপেজ পলিসি'
এদিন, নির্মলা সীতারমন বাজেটে ভেহিক্যাল স্ক্র্যাপেজ পলিসি ঘোষণা করেছেন। বহুদিন ধরেই গাড়ি ইন্ডাস্ট্রি এই ধরনের একটি ঘোষণা আশা করছিল অর্থমন্ত্রীর কাছ থেকে। এদিন নির্মলা জানান, ২০২১-২২ অর্থবর্ষ থেকে এই পলিসি চালু হচ্ছে। এই স্কিমটি ২০ বছর বা তদোর্ধ্ব ব্যক্তিগত বা বেসরকারী গাড়ির ক্ষেত্রে ও ১৫ বছর বা তদোর্ধ্ব বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে লাগু হবে।
কী নিয়ম আসন্ন?
প্রসঙ্গত, যে গাড়িগুলি বেসরকারি বা ব্যক্তিগত,আর তা ২০ বছরের ওপর চলেছে এবং যে গাড়িগুলি গণপরিবহনের জন্য ১৫ বছর ধরে চলেছে সেগুলিকে সেগুলিকে স্বয়ংক্রিয় ফিটনেস সেন্টারে নিয়ে যেতে হবে পরীক্ষার জন্য। সেগুলি স্ক্র্যাপিংয়ের শর্তাবলী পূর্ণ করছে কী না, সো খতিয়ে দেখতে হবে সেন্টারে।
গাড়ি ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করতে কোন নীতি?
প্রসঙ্গত, করোনাকালের বহু আগে যখন লকডাউনের পরিস্থিতি আসেনি, তখন থেকেই দেশের অটোমোবাইল সেক্টর ধুঁকছে। সেই জায়গা থেকে এদিন নির্মলা বলেন, ভলেন্টারি ভেহিক্যাল স্ক্র্যাপিং স্কিমে পুরনো ও ফিট নয় এমন গাড়িকে রাস্তা থেকে সরানোর প্রতি দায়বদ্ধ সরকার।
কোন সুবিধা পাওয়া যেতে পারে এই পলিসি থেকে?
প্রসঙ্গত, অর্থমন্ত্রী জানাচ্ছেন বায়ুদূষণ রোধে সরকারের এই পদক্ষেপ কার্যকরী হবে। এছাড়াও পুরনো গাড়ি যেভাবে জ্বালানি নষ্ট করে, তার হাত থেকেএ রক্ষা পাবেন গাড়ির মালিকরা। এই জায়গা থেকে কীভাবে এই স্কিমের আওতায় কাজ হবে , তা খুব শিগগিরিই জানাতে চলেছে সরকার।