দু মাসে ২ কোটি ৬২ লক্ষ ২৩ হাজার ৭৫৩ মানুষের 'দুয়ারে' পরিষেবা রাজ্য সরকারের

দু মাসে ২ কোটি ৬২ লক্ষ ২৩ হাজার ৭৫৩ মানুষের 'দুয়ারে' পরিষেবা-সহ পৌঁছে গিয়েছে সরকার। সাধারণ মানুষের কাছে গিয়ে এমন পরিষেবা দিতে পেরে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০২০ সালের ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের 'দুয়ারে সরকার' কর্মসূচি।

জানুয়ারি মাসের ৩১ তারিখ পর্যন্ত দু'মাস ধরে তা চলার কথা। সেই মত গতকাল ৩১ ডিসেম্বর শেষ হয়েছে সেই দিন। তারপরেই সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তার তথ্য ও পরিসংখ্যান। জানা গিয়েছে, গত দুমাস ধরে চলা এই পরিষেবায় ২৮ হাজার ৫৫১ টি ক্যাম্প বসেছে রাজ্যের বিভিন্ন এলাকায়।

তার মধ্যে সরাসরি ২ কোটি ৬২ লক্ষ ২৩ হাজার ৭৫৩ জন মানুষের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। যাতে শীর্ষে রাজ্যের স্বাস্থ্য সাথী প্রকল্প। ৭৬ লক্ষ ৪১ হাজার ৫৪ জন এই স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এসেছে। এছাড়াও কন্যাশ্রী, সবুজশ্রী, কৃষকবন্ধু থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, জয় জহর - একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পেতে এই শিবিরগুলিতে আবেদনের সঙ্গে সঙ্গেই প্রায় পরিষেবা পাচ্ছেন উপভোক্তারা। খুব কম দিনের মধ্যেই এই প্রকল্প সাফল্যের মুখ দেখেছিল রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত 'দুয়ারে সরকার' কর্মসূচির নজিরবিহীন এবার সাফল্যের সিঁড়ি ধরে আরও খানিকটা উঠল রাজ্য সরকার। সহজে, হাতের কাছে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিধানসভা ভোটের আগে সরকারের এই ক্যাম্প ভোটমুখী এক প্রকল্প বলেই ধারণা রাজনৈতিক মহলের। যা ভোটের আগে শাসকশিবিরে যেমন বাড়তি অক্সিজেন জোগাচ্ছে, তেমনই গেরুয়া শিবিরের রক্তচাপ বাড়াচ্ছে, তা বলাই যায়।

মুকুল-বিরোধী স্লোগান উঠল বিজেপিতে, তৃণমূল থেকে আসা নেতাদের বরখাস্ত দাবি

More WEST BENGAL News