বাংলায় নজর
একুশের ভোট এগিয়ে আসছে। বাংলা দখলে মরিয়া বিজেপি। প্রতিদিনই রাজনৈতিক পরদ চরমে উঠছে। রাজ্যে আনাগোনা বেড়েছে দিল্লির বিজেপি নেতাদের। মোদী থেকে অমিত শাহ সকলেই দফায় দফায় রাজ্য সফর করছেন। বাড়ছে শাসক দলে ভাঙন। এই পরিস্থিতি বাজেটে যে ভোটমুখী বাংলার দিেক বিশেষ নজর থাকবে মোদী সরকারের সেটা আগে থেকেই আন্দাজ করেছিল রাজনৈতিক মহল। সেই সম্ভাবনাই সত্যি হল।
সড়ক উন্নয়নে জোর
বাজেট অধিবেশনে সড়ক বরাদ্দের কথা বলতে গিয়ে বিশেষ করে পশ্চমবঙ্গের নাম করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করে রাজ্যের সড়ক উন্নয়নে বিশেষ বরাদ্দের কথা ঘোষণা করেন। পশ্চিমবঙ্গে জাতীয় সড়ক সংস্কার ও উন্নয়নে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এছাড়াও ৬৭৫ কিলোমিটার সড় সম্প্রসারণের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কলকাতা থেকে শিলিগুড়ি সড়ক সংস্কারের কথা বিশেষ করে উল্লেখ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
ফ্রেড-করিডর ঘোষণা
রাজ্যের জন্য দুটি ফ্রেড করিডোরের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। গোমো থেকে ডানকুনি পর্যন্ত ফ্রেড করিডর তৈরি করা হবে। এছাড়া খড়গপুর থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত আরও একটি ফ্রেড করিডর তৈরি করা হবে। ডানকুনি থেকে ভুসাওয়াল পর্যন্ত আরও একটি ফ্রেড করিডর তৈরির কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সড়ক উন্নয়নের মাধ্যমে পশ্চিমবঙ্গকে বাণিজ্য উপযোগী করে গড়ে তোলার বার্তা দিয়েছেন মোদী সরকার।
একুশের ভোটের উত্তাপ
ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গে। একের পর এক রাজনৈতিক দলের প্রচারে উত্তাপ বাড়ছে। চলতি মাসেই ফের রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই আসার কথা অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার।