নয়াদিল্লি: করোনা হানায় তছনছ গোটা বিশ্ব। ভয়ঙ্কর প্রভাব এদেশেও। এখনও চোখ রাঙাচ্ছে মারণ ভাইরাস। তবে করোনাকে কাবু করতে তৎপরতাও তুঙ্গে। বিশ্বের একাধিক দেশের পাশাপাশি করোনার টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে এদেশেও। সেই কাজে আরও গতি আনতে দিশা দেখাল এবারের বাজেট। করোনার টিকাকরণে ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার।

স্বাস্থ্য খাতে এবার বিপুল বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। আজ কেন্দ্রীয অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, ২০২১-২২ সালের কেন্দ্রীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়েছে ২.২৩ লক্ষ কোটি টাকা। চলতি আর্থিক বছরে দেশজুড়ে করোনার টিকাকরণের জন্য ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

করোনা হানা সামলাতে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা এবার রীতিমতো চ্যালেঞ্জিং টাস্ক পালন করেছে। করোনা মোকাবিলায় জীবন বাজি রেখে লড়াই চালাচ্ছেন আমাদের চিকিৎসক, নার্স থেকে শুরু করে অন্য স্বাস্থ্যকর্মীরা। এবারের বাজেটে দেশের স্বাস্থ্য ব্যাবস্থাকে আৎও বেশি মজবুত করতে নজর কেন্দ্রের।

সোমবার বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, ‘‘চলতি আর্থিক বছরে করোনা টিকার জন্য ৩৫,০০০ কোটি টাকা ধরেছি। প্রয়োজনে আরও টাকার ব্যবস্থা করা হবে। স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ ২.২৩ লক্ষ কোটি টাকা। ১৩৭ শতাংশ বরাদ্দ বেড়েছে।’’ বিশেষজ্ঞদের একটি বড় অংশ স্বাস্থ্য খাতে এই বিপুল বরাদ্দকে সন্তোষজনক হিসেবেই মনে করছেন।

বাজেটে বরাদ্দ টাকায় রাজ্যে-রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। করোনা রুখতে ইতিমধ্যেই দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার কোভিশিল্ড ও ভারত বায়োটেক ও আইসিএমআর-এর কোভ্যাক্সিন প্রয়োগ শুরু হয়েছে।

আরও দুটি করোনা টিকা এ দেশে শীঘ্রই ছাড়পত্র পেতে চলেছে বলে এদিন জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেশে করোনা টিকাকরণ কর্মসূচি শুরু করার পাশাপাশি ইতিমধ্যেই ভারত একশোরও বেশি দেশে এই টিকা রফতানি করছে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

Caption: ৩৭৭ এর শেকল থেকে মুক্তির পর কোথায় দাঁড়িয়ে LGBTQ আন্দোলন। আলোচনায় বাপ্পাদিত্য মুখোপাধ্যায়।