একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপট
৩১ জানুয়ারি নাগাদ জম্মু ও কাশ্মীরে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। অপর একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে মঙ্গলবার নাগাদ। যার জেরে সমগ্র উত্তর ভারত জুড়ে তুষারপাত এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিস্থিতি। বিশেষ করে পশ্চিম হিমালয় অঞ্চলে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি চলতে থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২ থেকে ৩ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। এরপর থেকে ২-৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। দৃশ্যমানতা ২০০ মিটারের কমে নেমে যেতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের কোনও কোনও জায়গায় কোল্ড ওয়েভ কিংবা কোল্ডজ ডের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। আগামী দু থেকে তিন দিনে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। এরপর থেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও প্রায় সবকটি জেলারই কোনও না কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি মানের কুয়াশা থাকতে পারে বলে জানানো হয়েছে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার কোনও কোনও জায়গায় কোল্ড ওয়েভের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে। এরপর আগামী দু থেকে তিনদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে বলে জানানো হয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৯ (৭.৮ )
বালুরঘাট ৭.৬
বাঁকুড়া ৯.১ (৮.৬)
ব্যারাকপুর ৭.৬ (১৩)
বহরমপুর ১২.৬
বর্ধমান ৮.৬ (৮.৮ )
ক্যানিং ৯.৬ (১২)
কোচবিহার ৭.১ (৫.১ )
দার্জিলিং ৩ (২.৪)
দিঘা ১০.৩ (১২.৬)
কলকাতা ১০.৪ (১২.১)
মালদহ ৮.৯ (৮.২ )
পানাগড় ৬.৪ (৬.২)
পুরুলিয়া ৮.৫ (৬.৭)
শিলিগুড়ি ৬.৫ (৭.৫ )
শ্রীনিকেতন ৭ (৭.২)