ইজরায়েল দূতাবাসের কাছে বিস্ফোরণের পর মোদীকে কোন কারণে ধন্যবাদ জানালেন নেতানইয়াহু!

দিল্লির বুকে ইজরায়েলের দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনার পর থেকে একাধিক ঘটনা সামনে আসছে। দূতাবাসের এই ঘটনা নিয়ে তদন্তে নেমে পুলিশ একাধিক তথ্য প্রকাশ্যে এনেছে। এদিকে, ইজরায়েলের প্রধানমন্ত্রীর তরফে বিস্ফোরণের ঘটনার পর এদিন প্রথম ফোনে কথাবার্তা হয়।

জানা গিয়েছে ইজরায়েলের রাষ্ট্রনেতা ফোনে তাঁর 'বন্ধু' মোদীকে ধন্যবাদ বার্তা দেন প্রথমেই। দূতাবাসে বিস্ফোরণের পর এই বার্তা দিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী জানান, তাঁর দেশের মানুষকে ভারতে নিরাপত্তা দেওয়ার জন্য এই ধন্যবাদ বার্তা। এই ঘটনার কথা জানিয়ে এক পোস্টে ইজরায়েলের প্রধানমন্ত্রী লিখেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য চিরকালই ভারত ও ইজরায়েল প্রতিজ্ঞবদ্ধ থাকবে। আর সেই বার্তা ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানইয়াহুকে দিয়েছেন নরেন্দ্র মোদী।

এদিকে , ইজরায়েলের প্রধানমন্ত্রী বার্তা পেয়ে নরেন্দ্র মোদী দিল্লির বুকে ওই দূতাবাসে বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা করেন। মোদী, নেতানইয়াহুকে জানিয়েছেন যে , নিজের সর্বশক্তি দিয়ে ভারত এই ঘৃণ্য ঘটনার নেপথ্যে থাকা কুচক্রীদের খুঁজে বের করবে। ইজরায়েলের আমলাদের নিরাপত্তা নিয়ে যে ভারত কোনও আপোষ করতে রাজি নয়, তা মোদী এদিন স্পষ্ট করে দেন নেতানইয়াহুকে।

More NARENDRA MODI News