ইতিহাস তৈরি অর্থমন্ত্রীর, লাল শালু হাতে ধরে ইন্দিরা গান্ধীর অনন্য নজির ছুঁলেন নির্মলা সীতারমন!

আজ ২০২১-২২ অর্থবর্ষের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এটি নরেন্দ্র মোদী সরকারের নবম বার্ষিক বাজেট। এদিকে ইন্দিরা গান্ধীর পর প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে তৃতীয় বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ২০২১-২২ সালের কেন্দ্রীয় বাজেটের কৃষি ও প্রতিরক্ষা ক্ষেত্রেও বিশেষ নজর থাকতে পারে কেন্দ্রের৷

বাজেটে মোদী সরকার কৃষি ক্ষেত্রে বিশেষ নজর দেবে?

গত বছর কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেটে 'প্রধানমন্ত্রী কিষাণ যোজনা' খাতে মোট ৫ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছিল৷ তবে, দেশের অনেক রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে অভিযোগ উঠেছে৷ এছাড়াও কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি বিল নিয়ে এমনিতেই ক্ষিপ্ত রয়েছে দেশের অনেক কৃষক সংগঠনগুলো৷ তাই এবারের বাজেটে মোদী সরকার যে কৃষি ক্ষেত্রে বিশেষ নজর দিতে চলেছে তা বলাই বাহুল্য৷

বাজেটে প্রাধান্য পেতে পারে প্রতিরক্ষা ক্ষেত্রও

নরেন্দ্র মোদী সরকারের এবারে বাজেটে প্রাধান্য পেতে পারে প্রতিরক্ষা ক্ষেত্রও৷ একদিকে চিনের সঙ্গে সংঘাত অপরদিকে কাশ্মীর ইস্যু৷ এই দুই বিষয় নিয়ে একাধিক বার বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকারকে ৷ যদিও দেশের প্রতিরক্ষা মন্ত্রক যে আগের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে তা বারবার শোনা গিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও৷ তাই এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিশেষ নজর থাকতে পারে এই ক্ষেত্রে৷

করোনার জেরে প্রভাব পড়েছে শিক্ষা ক্ষেত্র ও রেল পরিষেবাতে

২০২০ সালে করোনা ভাইরাসের জেরে প্রভাব পড়েছে শিক্ষা ক্ষেত্র ও রেল পরিষেবাতেও৷ কোরোনার ফলে দেশের সমস্ত অনলাইন ক্লাস চালু করেছে অধিকাংশ স্কুল৷ মোদী বিরোধী বেশ কয়েকটি রাজ্যে ট্যাব সহ অনলাইন পড়ার বেশ কয়েকটি প্রয়োজনীয় জিনিস পড়ুয়াদের মধ্যে বিলি করেছে৷

ব্যাপক ঘাটতির মুখে পড়েছে ভারতীয় রেল

অপরদিকে, করোনার ফলে গত বছর মার্চ মাস থেকে বন্ধ রয়েছে স্বাভাবিক রেল পরিষেবা৷ দূরপাল্লার ক্ষেত্রের বিশেষ ট্রেন চালু করা হয়েছে৷ দেশের অধিকাংশ জায়গায় এখনও বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা৷ যার ফলে একটা ব্যাপক ঘাটতির মুখে পড়েছে ভারতীয় রেল৷ তাই এবারে নির্মলার বাজেটে শিক্ষা ও রেল পরিষেবা বিশেষ নজর পাবে কি না সেদিকেই তাকিয়ে দেশবাসী৷

More INDIAN ECONOMY News