বাজেটে মোদী সরকার কৃষি ক্ষেত্রে বিশেষ নজর দেবে?
গত বছর কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেটে 'প্রধানমন্ত্রী কিষাণ যোজনা' খাতে মোট ৫ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছিল৷ তবে, দেশের অনেক রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে অভিযোগ উঠেছে৷ এছাড়াও কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি বিল নিয়ে এমনিতেই ক্ষিপ্ত রয়েছে দেশের অনেক কৃষক সংগঠনগুলো৷ তাই এবারের বাজেটে মোদী সরকার যে কৃষি ক্ষেত্রে বিশেষ নজর দিতে চলেছে তা বলাই বাহুল্য৷
বাজেটে প্রাধান্য পেতে পারে প্রতিরক্ষা ক্ষেত্রও
নরেন্দ্র মোদী সরকারের এবারে বাজেটে প্রাধান্য পেতে পারে প্রতিরক্ষা ক্ষেত্রও৷ একদিকে চিনের সঙ্গে সংঘাত অপরদিকে কাশ্মীর ইস্যু৷ এই দুই বিষয় নিয়ে একাধিক বার বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকারকে ৷ যদিও দেশের প্রতিরক্ষা মন্ত্রক যে আগের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে তা বারবার শোনা গিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও৷ তাই এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিশেষ নজর থাকতে পারে এই ক্ষেত্রে৷
করোনার জেরে প্রভাব পড়েছে শিক্ষা ক্ষেত্র ও রেল পরিষেবাতে
২০২০ সালে করোনা ভাইরাসের জেরে প্রভাব পড়েছে শিক্ষা ক্ষেত্র ও রেল পরিষেবাতেও৷ কোরোনার ফলে দেশের সমস্ত অনলাইন ক্লাস চালু করেছে অধিকাংশ স্কুল৷ মোদী বিরোধী বেশ কয়েকটি রাজ্যে ট্যাব সহ অনলাইন পড়ার বেশ কয়েকটি প্রয়োজনীয় জিনিস পড়ুয়াদের মধ্যে বিলি করেছে৷
ব্যাপক ঘাটতির মুখে পড়েছে ভারতীয় রেল
অপরদিকে, করোনার ফলে গত বছর মার্চ মাস থেকে বন্ধ রয়েছে স্বাভাবিক রেল পরিষেবা৷ দূরপাল্লার ক্ষেত্রের বিশেষ ট্রেন চালু করা হয়েছে৷ দেশের অধিকাংশ জায়গায় এখনও বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা৷ যার ফলে একটা ব্যাপক ঘাটতির মুখে পড়েছে ভারতীয় রেল৷ তাই এবারে নির্মলার বাজেটে শিক্ষা ও রেল পরিষেবা বিশেষ নজর পাবে কি না সেদিকেই তাকিয়ে দেশবাসী৷