Budget 2021 Highlight: কর ছাড় নিয়ে বড় ঘোষণা থেকে বাংলার জন্য মোদী সরকারের বাজেট-নীতি একনজরে

ভোট ও করোনার যুগলবন্দি চ্যালেঞ্জকে সামনে রেখে এদিন নির্মলা সীতারমন পেশ করেছেন বাজেট ২০২১। আগামী অর্থবর্ষের দিকে নজর রেখে নির্মলার বাজেটে কোন কোন তথ্য উঠে এসেছে , তা দেখে নেওয়া যাক। দেখা যাক এদিন কোন খাতে অর্থমন্ত্রী কত বরাদ্দ রেখেছেন। ভোটের দিকে তাকিয়ে বাংলা থেকে, অসম, কেরল , তামিলনাড়ুই বা কী পেল? এছাড়াও করের ক্ষেত্রে কোন বড় ঘোষণা এদিন লাইমলাইট কাড়ল দেখা যাক।

লালপাড় সাদা শাড়িতে নির্মলা, ফোকাসে ভোটের বাংলা

রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্ধৃত করে ' 'বিশ্বাস এমনই পাখি যা ভোর যখন অন্ধকার, তখনও আলো অনুভব করে', এর বার্তা দিয়ে সংসদে নির্মলা সীতারমন জানান দিয়ে দেন যে বাজেট ২০২১ এর অন্যতম ফোকাস ভোটের বাংলা। লাল পাড় শাড়ি পরিহত অর্থমন্ত্রী এদিন বাংলার জন্য কার্যত কল্পতরু ছিলেন। এদিন পশ্চিমবঙ্গের সড়ক পরিবহনে ২৫,০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে. একই সঙ্গে কলকাতা শিলিগুড়ি সড়কের উন্নয়ন ঘোষিত হয়েছে। বাংলা পেয়েছে খড়গপুর থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত ইস্ট-কোস্ট ফ্রেট করিডর । অসম এবং পশ্চিমবঙ্গের চা-শ্রমিকদের কল্যাণের জন্য ১,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। কলকাতা মেট্রো নিয়েও হয়েছে বড় ঘোষণা।

কর ছাড়ে বড় ঘোষণা

এবার থেকে ৭৫ বছরের উর্ধ্বের সিনিয়ন সিটিজেনদের আয়কর রিটার্ন ফাইল করতে হবে না। সরকার আগের মতোই কর পরিকাঠামো এবারও ধরে রেখেছে। ফলে করোনাকালে করের ধাপ নিয়ে শিল্পমহলে যে দুশ্চিন্তা উদ্বেগ ছিল , তা কাটতে শুরু করেছে এই ঘোষণার সঙ্গে সঙ্গে। অল্প আয়ের করদাতাদের জন্য একটি নতুন ব্যবস্থাপনা চালু করার বার্তা দিয়েছেন অর্থমনন্ত্রী। ডিক্লারেশনের পরই ডিভিডেন্টে অ্যাডভান্স ট্যাক্স লায়াবলিটির প্রসঙ্গ উঠবে বলে জানানো হয়েছে।

জিডিপি থেকে বিনিয়োগ ইস্যু

২০২১ অর্থবর্ষে জিডিপির ডেফিসিট ৯.৫ শতাংশ ঘোষিত। অর্থবর্ষ ২০২২ তে তা ৬.৮ শতাংশ ধরা হয়েছে। 'গ্রস মার্কেট বরোইং টার্গেট' রাখা হয়েছে ১২ লাখ কোটি টাকা ২০২২ অর্থবর্ষের জন্য। এছাড়াও ২০২১ অর্থবর্ষে মার্কেট বাড়তি ৮০ হাজার কোটি টাকার ফান্ডের দিকে নজর রেখেছে দেশ, বলে এদিন জানানো হয়। ২০২৫-২৬ অর্থবর্ষে ডেফিসিট ৫ শতাংশের নিচে করার লক্ষ্য়মাত্রা রেখেছে ভারত।

কৃষকদের নিয়ে বড় বার্তা

'কেন্দ্র কৃষকদের পাশে রয়েছে। জানালেন নির্মলা সীতারমন। কৃষকদের থেকে ৭৫ হাজার কোটি টাকার গম কেনা হয়েছে। দ্বিগুণ হয়েছে ধানের নূ্যনতম সহায়ক মূল্য। ১ হাজার মান্ডিকে ই-গভর্ন্যান্সের সঙ্গে যুক্ত করার ঘোষণা। কৃষকদের ঋণ দেওয়া হবে ১৫.৫ লক্ষ কোটি টাকা। কস্ট অফ প্রডাকশনের দেড়গুণ এমএসপি দেওয়া হবে। দেওয়া হবে নূন্যতম সরকারি মূল্য হিসাবে।'

এয়ার ইন্ডিয়া, পবনহংস, বিপিসিএল-এর বেসরকারিকরণ

অর্থমন্ত্রী এদিন জানান, এবার থেকে ৫০ লক্ষ নয়, ২ কোটি টাকা পর্যন্ত মূলধন থাকলে সেগুলি ছোটো কোম্পানি। রাষ্টায়ত্ত ব্যাঙ্কগুলির জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ। বিলগ্নিকরণের মাধ্যমে ১.৭৫ লক্ষ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা। যে সব সরকারি সংস্থা লোকসানে চলছে তা বিক্রি করে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা পাওয়া যাবে। এয়ার ইন্ডিয়া, পবনহংস, বিপিসিএল-এর বেসরকারিকরণ করার কথা ঘোষণা বাজেটে।

এলআইসিতে আইপিও শুরু হবে

রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কে ২০,০০০ কোটি টাকা দেওয়া হবে বলে বার্তা দেন নির্মলা। এছাড়াও চলতি বছরে এলআইসি আআইপিও চালু হবে বলে তিনি বার্তা দেন।

বিলগ্নিকরণের লক্ষ্যমাত্রা কত?

এই অর্থবর্ষে বিলগ্নীকরণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ১,৭৫ লাখ কোটি টাকা। রেলে বরাদ্দ করা হয়েছে ১১০,০৫৫ কোটি টাকা। বীমা ক্ষেত্রে লগ্নী বাড়িয়ে ৪৯ শতাংশ থেকে ৭৪ শতাংশ করা হচ্ছে।

করোনা ভ্যাকসিন থেকে স্বাস্থ্য় খাত নিয়ে অর্থমন্ত্রীর বার্তা

এদিকে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে করোনা টিকার জন্য। শীঘ্রই সকল দেশবাসীর জন্য কোভিড ভ্যাকসিন আসছে ভারতে। জিডিপির ১৩ শতাংশ খরচ হবে করোনা মোকাবিলায়। এছাড়া সার্বিক ভাবে স্বাস্থ্য খাতে বরাদ্দা বৃদ্ধি করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবারের বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে মোট ২ লক্ষ ৮৩ হাজার কোটি টাকা বরাদ্দা করেছেন অর্থমন্ত্রী নির্মলা।

আত্মনির্ভর ভারতের সুর

নির্মলা সীতারমন জানান,১৫টি জরুরি স্বাস্থ্য বিষয়ক হাসপাতাল তৈরি হবে দেশজুড়ে। আত্মনির্ভর স্বাস্থ্য যোজনার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই খাতে আগামী ৬ বছরের জন্যে ৬৪ হাজার ১৮৪ কোটি টাকা বরাদ্দা করা হবে বলে জানান অর্থমন্ত্রী।

শিশু ও মহিলারা কী পেলেন?

শিশু মৃত্যু কমাতে মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিনের উপর জোর দেবে কেন্দ্র। এদিন একথা জানানো পাশাপাশি নির্মলা সীতারমন জানান, বাংলায় মহিলা ও শিশুদের উন্নয়নে বিশেষ প্রকল্প মোদী সরকার আনছে ।

বাজেট ২০২১: সরকারের আয় বাড়াতে কোপ পেট্রোল-ডিজেলে! কৃষি-সেস বসানোর ঘোষণা নির্মলার

More NIRMALA SITHARAMAN News