করোনার আবহে ক্রীড়া খাতে বাজেট কমাল কেন্দ্র, খেলো ইন্ডিয়ায় ব্যাপক কাটছাঁট

করোনা ভাইরাসের আবহে ২০২১-২২ অর্থবর্ষে দেশের ক্রীড়া খাতে বরাদ্দ কমাল কেন্দ্রীয় সরকার। খেলো ইন্ডিয়া প্রকল্পের বাজেটে ব্যাপক কাটছাঁট হওয়ায় সমস্যার সম্মুখীন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। কেন্দ্রের এই পদক্ষেপ ২০২১-এর টোকিও অলিম্পিকের জন্য প্রস্তুতিতে যে বড় ধাক্কা, তা মেনে নিচ্ছে দেশের ক্রীড়া মহল।

২০২১-২১ অর্থবর্ষের জন্য দেশের ক্রীড়া খাতে ২৫৯৬.১৪ কোটি টাকা বরাদ্দ করছে কেন্দ্রীয় সরকার। যা গত অর্থবর্ষের তুলনায় ২৩০.৭৮ কোটি টাকা কম। খেলো ইন্ডিয়া প্রকল্পে বাজেটে সবচেয়ে বেশি কাটছাঁট করা হয়েছে। ২০২১-২২ অর্থবর্ষে খেলো ইন্ডিয়ার জন্য বরাদ্দ ছিল ৮৯০.৪২ কোটি টাকা। তা কমিয়ে ৬৬০.৪১ কোটি টাকা করা হয়েছে। অন্যদিকে স্পোর্টস অফরিটি অফ ইন্ডিয়া বা সাই-এর জন্য ৬৬০.৪১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক। সেই মতো গত অর্থবর্ষে দেশের ক্রীড়া খাতে বাজেট বরাদ্দ করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু করোনা ভাইরাসের জন্য ইভেন্ট এক বছরের জন্য স্থগিত হয়ে যাওয়ায়, সেই অর্থ সেভাবে কাজে লাগানো যায়নি বলা চলে। সম্ভবত সে কারণেই ২০২১-২২ অর্থবর্ষে ক্রীড়া খাতে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে বলে ওয়াকিবহাল মহলের ধারণা।

More UNION BUDGET 2021 News