দেশজুড়ে নিম্নমুখী করোনা সংক্রমণ
এদিকে গত সপ্তাহেই প্রথমবারের জন্য ভারতের করোনা সংক্রমণ ১০ হাজারের নীচে নেমে যায় বলে জানা যায়। তবে সংক্রমণের হার যে ক্রমেই নিম্নমুখী হতে শুরু করেছে তা স্পষ্ট হতে থাকে গত বছরের শেষার্ধ থেকেই। এদিকে এখনও পর্যন্ত গোটা দেশে করোনার কবলে পড়েছেন ১ কোটি ৭ লক্ষ ৫৭ হাজার ৬১০ জন। যদিও গত ২৪ ঘন্টায় করোনামুক্তির পর পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১১ হাজার ৮৫৮ জন।
গত ২৪ ঘন্টায় ৫ লক্ষের বেশি মানুষের করোনা পরীক্ষা
এদিকে করোনার কারণে গত ২৪ ঘন্টায় মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন ১১৮ জন। অন্যদিকে ৩১ জানুয়ারি সারাদিনব্যাপী ৫ লক্ষ ৪ হাজার ২৬৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে এখনও পর্যন্ত গোটা দেশে মোট ১৯ কোটি ৭০ লক্ষ ৯২ হাজার ৬৩৫ টি নমুনা পরীক্ষা হয়েছে বলে জানা যাচ্ছে।
করোনা তালিকায় শীর্ষে মহারাষ্ট্র
অন্যদিকে গোটা দেশে এখনও পর্যন্ত করোনা তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। উদ্ধবের রাজ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ লক্ষ ২৬ হাজারের গণ্ডি। তারপরেই রয়েছে কর্নাটক। সেখানে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯ লক্ষ ৩৯ হাজারের গণ্ডি। করোনা তালিকায় ৮ নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৫ লক্ষ ৭০ হাজারের গণ্ডি।
করোনা টিকাকরণের জন্য বরাদ্দ ৩৫ হাজার কোটি
অন্যদিকে করোনা সঙ্কটের মাঝেই এদিন দেশের প্রথম পেপারলেস বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মন্দা দশার হাত থেকে দেশকে উদ্ধার করতে ইতিমধ্যেই তিনি স্বাস্থ্য খাতে ২২ লক্ষ ৮৩ হাজার ৮৪৬ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন। তারমধ্যে শুধুমাত্র ৩৫ হাজার কোটি খরচ হবে করোনা টিকাকরণের জন্য।