জল জীবনে কত বরাদ্দ?
কেন্দ্রীয় সরকারের জলজীবন স্কিমে ২.৮৭ লাখ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছে সরকার। এদিন নির্মলা সীতারমন জানিয়েছেন ৪,৩৭৮ 'আরবান' ও 'লোকাল বডি' র জন্য এই স্কিম ঘোষিত।
স্বচ্ছ্ব ভারত ২.০ আসছে!
স্বচ্ছ্ব ভারত ২.০ এবার লাগু হতে শুরু করবে। আর তার হাত ধরেই আগামী অর্থবর্ষের দিকে তাকিয়ে ১,৪১,৬৭৮ কোটির কভারের কথা ভাবা হয়েছে। এদিন সংসদে বাজেট পেশের সময় একথা জানান নির্মলা সীতারমন।
পিএলআই স্কিম
এদিন নির্মলা সীতারমনের বাজেটে পিএলআই খাতে একাধিক স্কিম এসেছে। আগামী ৫ অর্থবর্ষের হিসাবে ১.৯৭ লাখ কোটি টাকার স্কিম আসছে।
আসছে টেক্সটাইল পার্ক
এছাড়াও এদিনের বাজেটে বড়সড় টেক্সটাইল পার্ক করার ঘোষণা করেন অর্থমন্ত্রী। যা পিএলআই স্কিমের সঙ্গে বাড়তি হিসাবে তৈরি হবে। এছাড়াও একটি ডেভেলপমেন্টাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ২০, ০০০ কোটি টাকার আউটলের কথা জানান অর্থমন্ত্রী।