Budget 2021: 'স্বচ্ছ্ব ভারত ২.০' আসছে! 'জলজীবন' নিয়ে কোন ঘোষণা নির্মলার

সামনেই গরমকাল আসন্ন। এর আগে, বহুবার দেখা গিয়েছে ভারতের দক্ষিণাংশ বিশেষ করে তামিলনাড়ুতে জলসংকটের ছবি। এমনকি কর্ণাটকার মতো এলাকাতেও এই সংকট প্রবল। এদিকে, জলসংকটের দিকে তাকিয়ে লোকসভা ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো মোদী সরকার গঠন করেছে জলশক্তি মন্ত্রক। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ও একই জায়াগা থেকে এনেছেন 'জল ধরো , দল ভরো' প্রকল্প। এমন এক পরিস্থিতিতে এদিন বাজেটে নির্মলা সীতারমন কী ঘোষণা করলেন দেখা যাক।

জল জীবনে কত বরাদ্দ?

কেন্দ্রীয় সরকারের জলজীবন স্কিমে ২.৮৭ লাখ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছে সরকার। এদিন নির্মলা সীতারমন জানিয়েছেন ৪,৩৭৮ 'আরবান' ও 'লোকাল বডি' র জন্য এই স্কিম ঘোষিত।

স্বচ্ছ্ব ভারত ২.০ আসছে!

স্বচ্ছ্ব ভারত ২.০ এবার লাগু হতে শুরু করবে। আর তার হাত ধরেই আগামী অর্থবর্ষের দিকে তাকিয়ে ১,৪১,৬৭৮ কোটির কভারের কথা ভাবা হয়েছে। এদিন সংসদে বাজেট পেশের সময় একথা জানান নির্মলা সীতারমন।

পিএলআই স্কিম

এদিন নির্মলা সীতারমনের বাজেটে পিএলআই খাতে একাধিক স্কিম এসেছে। আগামী ৫ অর্থবর্ষের হিসাবে ১.৯৭ লাখ কোটি টাকার স্কিম আসছে।

আসছে টেক্সটাইল পার্ক

এছাড়াও এদিনের বাজেটে বড়সড় টেক্সটাইল পার্ক করার ঘোষণা করেন অর্থমন্ত্রী। যা পিএলআই স্কিমের সঙ্গে বাড়তি হিসাবে তৈরি হবে। এছাড়াও একটি ডেভেলপমেন্টাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ২০, ০০০ কোটি টাকার আউটলের কথা জানান অর্থমন্ত্রী।

Budget 2021: ভারতের ইতিহাসে প্রথমবার জনগণনা ঘিরে বড় পরিবর্তন আসন্ন! কী জানালেন নির্মলা সীতারমন

More NIRMALA SITHARAMAN News