২০১৯-এ গোহারা হেরেছি, একুশে পুষিয়ে দেবেন তো! উত্তরবঙ্গের অনুষ্ঠানে আর্জি মমতার

২০১৯ লোকসভায় উত্তরবঙ্গে গোহারা হারতে হয়েছে তৃণমূলকে। বিজেপি প্রায় ক্লিনসুইপ করে শাসক তৃণমূলকে মোক্ষম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ২০২১-এর ভোটে। তারপর একের পর এক নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। এই দলবদলকে তোয়াক্কা না করেই উত্তরবঙ্গ উৎসবের অনুষ্ঠানেও ভোটপ্রচার শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রীয় বাজেট ২০২১ : কেন্দ্রের তীব্র সমালোচনা করলেন মমতা
উত্তরবঙ্গে গোহারা হেরেছি, এবার পুষিয়ে দেবেন তো

উত্তরবঙ্গে গোহারা হেরেছি, এবার পুষিয়ে দেবেন তো

মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির মঞ্চ থেকে সোমবার বলেন, উত্তরবঙ্গে আমি গোহারা হেরেছি, এবার পুষিয়ে দেবেন তো।এরপরই তিনি বলে ওঠেন, সভামঞ্চ থেকে চিন্তা বা উদ্বেগের কোনও কারণ নেই। একুশের বিধানসভা ভোটে মা-মাটি-মানুষের সরকারই ক্ষমতা দখল করবে। কারণ মানুষ আমাদের সঙ্গে রয়েছে।

বিজেপিকে গ্যাস ব্যালুন বলে কটাক্ষ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপিকে গ্যাস ব্যালুন বলে কটাক্ষ করেন। তিনি বলেন, গ্যাস বেলুন যেমন বেশিদিন ফুলে থাকতে পারে না। তেমনই বিজেপিও বেশিদিন ফুলেফেঁপে থাকতে পারবে না। বিজেপি এবার হারবেই। বিজেপি কোনও প্রতিশ্রুতি রক্ষা করেনি। মানুষকে ভাঁওতা দিয়ে ওরা জিতেছে, তা এখন প্রকট হয়ে গিয়েছে।

উত্তরবঙ্গের মানুষের কাছে ভোট প্রার্থনা মমতার

একুশের বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গে দলের সাংগঠনিক শক্তিবৃদ্ধি করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক দায়িত্ব সামলানোর পাশাপাশি দলীয় সভাতেও উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবেন। এদিন উত্তরবঙ্গের মানুষের কাছে তিনি ভোট প্রার্থনা করে গেলেন।

‘ব্লু আয়েড নেতা’রা যখন ঘর ছেড়ে বিজেপিতে

২০২১-এর ভোট ক্রমসই এগিয়ে আসছে। তার আগে দল ছেড়েছেন শুভেন্দু অধিকারী-রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ব্লু আয়েড নেতা' হয়েও তাঁরা বেরিয়ে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। সেই চ্যালেঞ্জ নিয়ে এবার ভোট যুদ্ধে লড়তে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পরিযায়ী নেতাদের জন্য চাটার্ড বিমান বিজেপির

২০২১-এর মহাসংগ্রামের আগে বিজেপিতে রাজীবের যোগদান নিয়ে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন ভাড়ার টাকা পর্যন্ত দিতে পারেনি কেন্দ্রের সরকার। কিন্তু পরিযায়ী নেতাদের দলে যোগদানের জন্য চাটার্ড বিমান পাঠাতে পারে কেন্দ্রের শাসক দল। রাজীব বন্দ্যোপাধ্যায়দের সম্প্রতি চাটার্ড বিমান পাঠিয়ে দিল্লিতে উড়িয়ে নিয়ে গিয়ে যোগদান করানো হয়।

বিজেপিতে গিয়েছিল ৩২ ফিরে এল ৬০! একুশের আগে প্রবল উন্মাদনা তৃণমূলে

More MAMATA BANERJEE News