সিনেমাপ্রেমীদের জন্য সুখবর! রবিবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ১ ফেব্রুয়ারি সোমবার থেকে ১০০ শতাংশ দর্শকাসন নিয়ে চলবে দেশের সব সিনেমা হলগুলি। রাজ্য সরকার আগেই এই অনুমতি দিয়েছিল তবে কেন্দ্রের ছাড়পত্র পাওয়ায় স্বস্তিতে সিনেমা হলের মালিকরা।
সিনেমা হল ও থিয়েটারে পুরো দর্শকাসন নিয়ে সরকারের পক্ষ থেকে সম্প্রতি একটি এসওপি প্রকাশ করা হয়, যেখানে কেন্দ্র টিকিটের ডিজিটাল বুকিং, শো টাইম নির্দিষ্ট সময়ের দুরত্বে রাখতে হবে এবং দীর্ঘ বিরতির পরামর্শ দেওয়া হয়েছে। এসওপিতে এও বলা হয়েছে, 'পার্কিং লট ও সিএনমা হলের বাইরে ভিড় নিয়ন্ত্রণ করতে হবে যথাযথভাবে এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে।’ সরকারের নির্দেশিকায় এও বলা হয়েছে, 'সামাজিক দুরত্ব বিধি অনুযায়ী চলমান সিঁড়িতে সীমিত সংখ্যার লোক থাকবে। সাধারণ জায়গা, লবি এবং শৌচালয়ে অতিরিক্ত ভিড় এড়াতে হবে। সিনেমার বিরতির সময় যাতে দর্শক তাড়াহুড়ো করে এদিক ওদিক ভিড় না করে তার জন্য বিরতির সময় বাড়াতে হবে। ভিড় যাতে না হয় তার জন্য শোয়ের টাইম নির্দিষ্ট দুরত্বে রাখতে হবে।’ টিকির কাটার সময় যাতে হুড়োহুড়ি না হয় খেয়াল রাখতে হবে সে দিকেও। পাশাপাশি, যত সম্ভব ডিজিটাল পদ্ধতিতে অর্থ লেনদেন করতে হবে।
গত বছরের মার্চ মাস থেকে সিনেমা হলগুলি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। কারণ সংক্রমণ ছড়ানোর এটাই আদর্শ স্থান বলে অনেকেই মনে করেছিলেন। অক্টোবরে আংশিকভাবে সিনেমা হলগুলি খুলেছিল ৫০ শতাংশ দর্শকাসন নিয়ে। তবে এখন ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হওয়ার কারণে সিনেমা হলগুলিও ১০০ শতাংশ দর্শকাসন নিয়ে খোলার অনুমতি দেওয়া হল। রবিবারও ভারতে গত ২৪ ঘণ্টায় করোনার নতুন কেস রিপোর্ট হয়েছে ১৩,০৮৩। দেশে মোট কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,০৭,৩৩,১৩১। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে মৃত্যু হয়েছে ১২৭ জনের।
কোভিশিল্ড নামের স্বত্ব মামলায় সিরামকে রেহাই দিল আদালত, আবেদন খারিজ কিউটিস–বায়োটেকের