বাজেটের আগে আরও এক শরিককে নিয়ে বিপাকে বিজেপি! কৃষক আন্দোলনের মাঝেই জল্পনা তুঙ্গে

অটলবিহারী বাজপেয়ী , লালকৃষ্ণ আদবানীদের সময়ে বিজেপির সঙ্গে সখ্যতা যাঁদের সবচেয়ে দৃঢ় ছিল সেই শিবসেনা ও আকালিদল ইতিমধ্যেই মোদী-শাহের সঙ্গ ছেড়েছেন। বিজেপির সঙ্গে বনিবনা না হওয়ায় তারা এনডিএ যথেকে বেরিয়েছে। এবার বিহারে এলজেপির নেতা রামবিলাস পুত্র চিরাগ তৈরি করলেন নয়া সংশয়।

বাজেটের আগে চিরাগকে নিয়ে উদ্বেগ!

বাজেট ২০২১ এর আগে এনডিএর তরফে সমস্ত শরিকদের ডেকে বৈঠক সম্পন্ন হয়। তবে বৈঠকে দেখা যায়নি বিজেপির বিহারের সহযোগী এলজেপিকে। অনুপস্থিত ছিলেন চিরাগ। যারা বিহার ভোটের সময় নীতীশকে মেনে না নিতে পেরে একলা চলার বার্তা দিয়েছিল। লড়েছিল এনডিএর বাইরে থেকে। তবে বিজেপির সঙ্গে সংঘাতের রাস্তায় যাননি চিরাগরা।

চিরাগ কী জানিয়েছেন?

এনডিএর এই বৈঠকে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী চিঠি দিয়ে শরিকদের আমন্ত্রণ জানান বাজেট ও অন্যান্য বিষয়ে আলোচনা প্রসঙ্গে। আর তার উত্তরে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অনুপস্থিত ছিলেন চিরাগ। প্রশ্ন উঠছে যখন দেশ জুড়ে কৃষক আন্দোলনের গতি তুঙ্গে তখনই চিরাগের এই অনুপস্থিতি কোনও রাজননৈতিক পদক্ষেপের আগাম বার্তা নয়তো?

এলজেপি ফ্যাক্টর ও জেডিইউর ক্ষোভ

এলজেপি এর আগে বিহার নির্বাচনের সময় নীতীশ বিরোধিতার সুর ধরে যেভাবে জোট ছেড়ে বেরিয়ে গিয়ে একা লড়েছে, তা দেখে নীতীশ শিবির বেশ ক্ষুব্ধ ছিল। চিরাগের সেই স্টান্সের পর জেডিইউ এনডিএর অন্দরে দাবি তোলে যাতে বিজেপি সরাসরি জানায় যে তাদের সঙ্গে এলজেপি আর নেই। যদিও শাহেরা সে পথে হাঁটেননি। তবে কনোও কোনও বিজেপি নেতা সরাসরি চিরাগ বিরোধিতা করেছেন সর্বসমক্ষে মাত্র! এরপর বাজটের আগে চিরাগের এই পদক্ষেপ নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে।

পিকের প্রতি ক্ষোভ! মুকুল, শুভেন্দুর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের অপর প্রতিষ্ঠাতা সদস্য

More BUDGET News