কবে পর্যন্ত অধিবেশন?
রাজ্যসভায় বাজেট অধিবেশন ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। রবিবার একথা জানান রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। ১৩ ফেব্রুয়ারি এই অধিবেশন মুলতুবি হবে। আগের নির্ধারিত জদিনের ২ দিন আগে এই অধিবেশন মুলতুবির বার্তা দিয়েছেন তিনি।
কেন এমন সিদ্ধান্ত?
উল্লেখ্য, স্ট্যান্ডিং কমিটিকে আরও বেশি সময় দিতে চেয়েই এমন বক্তব্য রেখেছেন রাজ্যসভার চেয়ারম্যান। যাতে গ্রান্টের চাহিদা নিয়ে স্ট্যান্ডিং কমিটি সিদ্ধান্ত নিতে পারে বেশি সময় ধরে, তাইই এমন পদক্ষেপ বলে খবর।
বাজেট নিয়ে কার্যকরী হওয়ার বার্তা
বেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, বাজেট ঘিরে রাজ্যসভার সদস্যরা ও গোষ্ঠীগুলি যেন কার্যকরী হয়। ১০০ শতাংশ কার্যকারিতা বাজেটের জন্য রাখার নির্দেশ দিয়েছেন তিনি। গত কয়েকটি অধিবেশনেই রাজ্যসভা নিজের ১০০ শতাংশ দিয়েছে বহু বাধা আসার পরও।
রাত পোহালেই বাজেট
১ ফেব্রুয়ারি বাজেট ঘিরে করোনাকালে বড়সড় কোনও সিদ্ধান্ত আসার দিকে তাকিয়ে রয়েছে দেশ। এক্ষেত্রে কর সংক্রান্ত ছাড় তালিকায় প্রথম। এছাড়াও কৃষি আন্দোলনের জেরে কৃষি নিয়ে বড় পদক্ষেপ আসতে পারে বলে মনে করছে একাধিক মহল।