Union Bidget 2021: বেতন বৃদ্ধি না বকেয়া ডিএ, সপ্তম পে কমিশন নিয়ে কী ভাবছে মোদী সরকার

করোনা কালে সবচেয়ে বেশি কোপ পড়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের উপর। আটকে গিয়েছে বেতন বৃদ্ধি। ডিএ বৃদ্ধিও থমকে গিয়েছে। আর এসবের মধ্যে কাজের চাপ বেড়েছে দ্বিগুণ। সপ্তম পে কমিশন চালুর দাবিতে সরব হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কর্মীদের তুষ্ট করতে মোদী সরকার কী সুখবর নিয়ে আসছে বাজেটে। এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। মনে করা হচ্ছে সপ্তম পে কমিশন নিয়ে বিশেষ তৎপর হতে পারে মোদী সরকার।

বেতন বৃদ্ধির সম্ভাবনা

করোনা মহামারীর কারণ এক বছর বেতন বৃদ্ধি থমকে গিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সপ্তম পে কমিশন নিয়ে তৎপর হয়েেছন কর্মীরা। ২৮ শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানিয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের সংগঠনগুলি। তাঁদের দাবি মেনে হয়তো ২১ থেকে ২৫ শতাংশ হারে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারে মোদী সরকার। কাজেই বেতন বাড়লেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের দাবি মতো সেটা বাড়বে কিনা তা নিেয় সন্দেহ রয়েছে।

ডিএ প্রাপ্তির আশা

করোনার কারণে ডিএ বৃদ্ধিও থমকে রয়েছে মোদী সরকারের। তখন মোদী সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন করোনা সংকট কেটে গেলে ঠিক পুষিয়ে দেওয়া হবে ডিএ। তখন থেকেই অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এখনও পর্যন্ত ১৭ শতাংশ ডিএ পেয়েছেন তাঁরা। ২১ শতাংশ পাওয়ার কথা ছিল। মনে করা হচ্ছে কর্মীদের ক্ষোভ নিরসনে ডিএ বৃদ্ধি ২৮ শতাংশ ঘোষণা করতে চলেছে মোদী সরকার। করোনা পরিস্থিতিতে যে আর্থিক অনটনের মধ্যদিয়ে তাঁরা চলেছেন তা পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন মোদী।

বাড়তে পারে এলটিএ

বাড়তে পারে এলটিএও। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনের একটা অংশের মধ্যে পড়ে এলটিএ বা ট্রাভেল অ্যালাউন্স। গত বছর লকডাউনের কারণে এই সুযোগ পাননি কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এবার সেটা সম্পূর্ণ দেওয়ার কথা ঘোষণা করতে পারে মোদী সরকার। অর্থাৎ এক বছরে দ্বিগুণ এলটিএ পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

বাড়তে পারে গ্র্যাচুইটি

বাড়তে পারে গ্যাচুইটিও। নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় সরকারি ও রাজ্য সরকারি কর্মীরা গ্র্যাচুইটির সুযোগ পান। হিসেব মতো সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত গ্র্যাচুইটি পেতে পারেন তাঁরা। মনে করা হচ্ছে বাজেটে গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ২৫ লক্ষ করার কথা ভাবা হয়েছে। কাজেই এবারের বাজেটে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর নিয়েই আসতে চলেছে মোদী সরকার।

More UNION BUDGET 2021 News