আইপিএল ২০২১ আয়োজনে মরিয়া বিসিসিআই বিরাটদের টিকাকরণে উদ্যোগী!

২০২১ সালে দেশের মাটিতেই যে কোনও মূল্যে আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই। এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের আলোচনা চলছে। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশাসনকে এক বিশেষ প্রস্তাব দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

এপ্রিলে শুরু আইপিএল

আগামী ৫ ফেব্রুয়ারি চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। ওই মোকাবিলা নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে দেশের মাটিতে মোট চারটি টেস্ট, পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে বিরাট কোহলি শিবির। মার্চে শেষ হবে এই দ্বিপাক্ষিক মোকাবিলা। তারই পদাঙ্ক অনুসরণ করে বিসিসিআই ভারতেই আইপিএল আয়োজন করার সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। সম্ভবত ১১ এপ্রিল শুরু হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের ১৪তম সংস্করণ।

ক্রিকেটারদের টিকাকরণ

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে চেন্নাই পৌঁছনো ভারতীয় ক্রিকেটারদের কোভিড ১৯ টেস্ট নেগেটিভ এসেছে। ভবিষ্যতে তাঁদের আরও কয়েকটি করোনা পরীক্ষা করানো হবে বলে খবর। সব ক্রিকেটারকে জৈব সুরক্ষা বলয়ে রাখা হবে। তা সত্ত্বেও যে কেউ যে কোনও সময় যে ভাইরাসে সংক্রমিত হতে পারেন, সে আশঙ্কা থেকেই যাচ্ছে। ফলে ভারত-ইংল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজ শেষ এবং আইপিএল শুরুর মাঝে কিংবা তার আগে দেশের ক্রিকেটারদের কোভিড ১৯ টিকা দেওয়ানো যায় কিনা, সে ব্যাপারে কেন্দ্রের সঙ্গে বিসিসিআই কথা বলছে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে।

ভারত বনাম ইংল্যান্ড সিরিজে দর্শক

করোনা ভাইরাসের আবহে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট দিয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দুই দলের দিন রাতের টেস্ট। ৪ মার্চ থেকে একই মাঠে লাল বলের টেস্ট খেলতে নামবে ভারত ও ইংল্যান্ড। ফের মোতেরায় দুই দলের পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এক লাখি স্টেডিয়ামে অন্তত ২৫ থেকে ৩০ হাজার দর্শক প্রতিদিন মাঠে বসে খেলা দেখুন, চায় বিসিসিআই। করোনা ভাইরাসের আবহে তা সম্ভব করতে গুজরাত প্রশাসনের সঙ্গে বিসিসিআইয়ের কথা চলছে বলে খবর। একই ভাবে পুনেতে ভারত বনাম ইংল্যান্ডের তিনটি ওয়ান ডে ম্যাচ দর্শকরা মাঠে দেখুন, সেই আশা নিয়ে মহারাষ্ট্র সরকারের দ্বারস্থ হয়েছে ভারতীয় বোর্ড।

চেন্নাইয়ের চিপক দর্শকশূন্য

আগামী ৫ ফেব্রুয়ারি থেকে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। একই মাঠে ১৪ ফেব্রুয়ারি থেকে দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্ট শুরু হবে। করোনা ভাইরাসের আবহে মাঠে দর্শক প্রবেশের অনুমতি চেয়ে বিসিসিআই যে আবেদন করেছিল, তামিলনাড়ু সরকার তা খারিজ করে দিয়েছে।

কোথায় এবং কবে থেকে শুরু হবে আইপিএল ২০২১, সিদ্ধান্ত নিয়েই ফেলেছে বিসিসিআই!

More IPL 2021 News