দৈনিক সুস্থতার সংখ্যা ধারাবাহিকভাবে বেশি দৈনিক করোনা সংক্রমিতের চেয়ে। ফলে বাংলায় সক্রিয়ে সংখ্যা কমছে প্রতিদিনই। দৈনিক সংক্রমণ প্রায় ২০০-র কাছে নেমে গিয়েছে। সেখানে সুস্থতার সংখ্যা প্রায় দেড় গুণ। শনিবার তিনশোর উপরে করোনা সংক্রমিত হলেও এদিন সেই সংখ্যা প্রায় ১০০ কম। টেস্টিং হয়ে প্রায় সমান।
একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২২৯ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৬৯ হাজার ৭৬৯ জন। এদিন ২২৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৯ হাজার ৯৯৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০১৭৩। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৬৯ হাজার ৯৯৮ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৫ হাজার ৫৫৩ জন। এদিন ১১৮ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ২২৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৩৩৮ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৫৪ হাজার ২৭২ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.২৪ শতাংশ।
করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৭৯ লক্ষ ৯৫ হাজার ৮৫৪ জনের। ১০৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৮৮৮৪৩। এদিন টেস্টিং হয়েছে ২৫০৪৬ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৭.১৩ শতাংশ।
সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১২৭৮৪৪। এদিন ৬১ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১২১৭৬৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৮ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১১ জন বেড়ে হয়েছে ৩৬৯৬৮। হাওড়ায় আক্রান্ত ৩৫৫৩১। এদিন আক্রান্ত হয়েছেন ৯ জন। হুগলিতে ১০ জন বেড়ে আক্রান্ত ২৯৪১৬ জন।