গাজিপুর সীমান্তে এদিন সকাল থেকেই ভিড় বাড়তে থকে। একের পর এক ট্র্যাক্টরে কৃষকরা যেমন শনিবার থেকে এসেই ভিড় করছিলেন, তেমনই এদিন মুজাফ্ফর নগর থেকে পায়ে হেঁটে হাজার হাজার কৃষক যোগ দিতে শুরু করেছেন রাকেশ টিকাইতের সভায়।
এদিকে, গাজিপুর ঘিরে সকাল থেকেই চড়ছে পারদ। উত্তর ভারতের প্রবল শৈত্যপ্রবাহের মধ্যে এদিন হাজার হাজার কৃষকের এভাবে রাকেশ টিকাইতের সভায় যোগদান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বিষয়। এদিকে, শুক্রবার থেকেই রেশন বোঝাই ট্র্যাক্টর মজুত হতে শুরু করেছে গাজিপুরে। ট্র্যাক্টরে, ধরনারত কৃষকদের প্রদানের জন্য মজুত রয়েছে জলও। ফেল এলাকায় যদি জল বা বিদ্যুতের সংযোগ নাও থাকে, তাহলেও কৃষকদের সমস্যা হবে না বলে দাবি একাধিক মহলের।
এদিকে গাজিপুর সীমান্তে প্রবল আন্দোলনের মাঝে কড়া নিরাপত্তা বন্দোবস্তের ছবি সকাল থেকেই ধরা পড়েছে । আর এর মাধেই কৃষযকদের বক্তব্য, রাকেশ টিকাইটেতের সভা তুলতে পারবে না পুলিশ। অনেকেই জানাচ্ছেন, প্রচুর সবজি ও চাল ডাল নিয়ে তাঁরা জমায়েতে অংশ নিয়েছেন। খাবার তাঁরা কৃষকদের জন্য লঙ্গারে দেবেন। আর এইভাবেই কৃষকদের জমায়েতকে সফল করবেন তাঁরা।
এদিকে কৃষকদের সভায় সমর্থন আসছে গুরজর নেতাদের। ইতিমধ্যেই মহাপঞ্চায়েতের বার্তা রাকেশ টিকাইটের ভাই নরেশ টিকাইট দিয়ে দিয়েছেন। এরমধ্যে গুরজর সম্প্রদায়ের মদন ভাইয়ার তরফে এসেছে রাকেশ টিকাইয়েতের পাশে দাঁড়ানোর বার্তা।