মস্কো: রাশিয়ার কারাগারে বন্দী বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনির মুক্তির দাবিতে রবিবারে রাস্তায় নামল হাজার হাজার মানুষ। বিক্ষোভ চলাকালীন রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে তীব্র স্লোগান তোলা হয়। বিক্ষোভ সামলাতে ৩০০০ জনকে গ্রেফতার করে পুলিশ।
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, রাশিয়ার ফার ইস্ট অঞ্চল এবং রাজধানী মস্কোসহ অন্যান্য শহরে বিক্ষোভ প্রদর্শনকালীন সময়ে বিক্ষোভকারীদের গ্রেফতার করা হয়। এমনকি অ্যালেক্সেই নাভালনির স্ত্রী জুলিয়া নাভালনায়াকে রাশিয়ার রাজধানী মস্কো থেকে আটক করে পুলিশ।আপাতত প্রশাসন এই বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করছে।
পুলিশ মস্কো শহরে বিভিন্ন মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে। পাশাপাশি সীমাবদ্ধ করা হয়েছে সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রেও। পুরো শহর জুড়ে কড়া নিরাপত্তা বজায় রেখেছে পুলিশ।এমনকি শহরের মূল এলাকার অনেক দোকান ও রেস্তোরাঁও বন্ধ কএ দেওয়া হয়।
রাশিয়ার আরেকটি শহর ভ্লাদিভস্তকের একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, অসংখ্য তরুণেরা রাস্তায় নেমেছেন তাঁদের নেতার জন্য। চলতি মাসে রাশিয়া আসার পরেই জামিনের নীতি লঙ্ঘনের অভিযোগে নাভালনিকে গ্রেফতার করা হয়। এক্ষেত্রে নাভালনি তার গ্রেফতার হওয়াকে ‘পুরোপুরি অবৈধ’ বলে অ্যাখ্যা দেন। জেলে যাওয়ার আগে নাভালনি তার সমর্থকদের রাস্তায় বের হয়ে বিক্ষোভ করার আহ্বান জানান। আর তারপর থেকেই নাভালনির সমর্থনে রাস্তায় তাঁর সমর্থকেরা।
বিরোধী নেতা নাভালনিকে আটক করার পর থেকে রাশিয়ার প্রায় ১০০ টি শহরে দেশব্যাপী বিক্ষোভ চলছে। এই কদিনে মোট ৪০০০ জনকে গ্রেফতারও করেছে পুলিশ। যদিও তাতে বিক্ষোভ কমার লেশ মাত্র নেই। নাভালানিকে গ্রেফতারের পর তাঁর দলের তরফে ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করা হয়, যা ইতিমধ্যে ১০০ মিলিয়নেরও বেশি লোক দেখেছে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.