নয়াদিল্লিঃ  ২০২১ একেবারে বিজেপির পাখির চোখ বাংলা! যেভাবেই হোক বাংলা দখলের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে অমিত শাহ এবং কোং। ‘সোনার বাংলা’ তৈরির স্বপ্ন দেখাচ্ছেন তাঁরা। আর যেখানে মূল স্লোগান, আর নয় অন্যায়। আর এই কর্মসূচি নিয়েই বাংলা জুড়ে এখন চষে বেড়াচ্ছেন বঙ্গ বিজেপির নেতারা।

আর এই অবস্থায় বিজেপিতে যোগ দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া সহ একগুচ্ছ তৃণমূল নেতা। অমিত শাহের হাত ধরে দিল্লিতে যোগ দেন তাঁরা। তাদের বিজেপিতে যোগ বিজেপির সোনার বাংলা তৈরির স্বপ্নকে আরও মজবুত করবে বলে মনে করেন অমিত শাহ। অন্তত তাঁদের যোগদানের পর তাঁর সোশ্যাল মিডিয়াতে এমনটাই লিখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, আজ শনিবার বিশেষ বিমানে দিল্লি উড়ে যান রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী, পার্থ সারথী চট্টোপাধ্যায়রা৷ বিকেলে সেখানে পৌঁছে প্রথমে তাঁরা বৈঠক করেন অমিত শাহর সঙ্গে। দীর্ঘক্ষণ ধরে চলে বৈঠক। প্রায় ৪৫ মিনিটেরও বেশি সময় ধরে চলে এই বৈঠক।

বৈঠক শেষে অমিত শাহের হাত ধরেই তাঁর বাসভবনে বিজেপিতে যোগ দেন রাজীব, বৈশালী সহ একাধিক বেসুরো নেতা। বিজেপিতে যোগ দিয়েছেন রুদ্রনীল ঘোষও। জানা যাচ্ছে, আগামিকাল রবিবার ডুমুরজলা স্টেডিয়ামে সবাই থাকবেন। সেখানে আরও মানুষ, অভিনেতা বিজেপিতে যোগ দেবেন বলে খবর।

অন্যদিকে, বাংলার উন্নয়নের স্বার্থে শাহর সঙ্গে আলোচনা হয়েছে। বাংলার জন্য মিলবে বিশেষ প্যাকেজ। আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ শনিবার নয়াদিল্লিতে অমিত শাহের বাসভবনে দীর্ঘক্ষণ বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে রাজীব আরও বলেছেন, অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগ দিলাম। এবার বিজেপির হয়ে পাখির চোখ বাংলা। সবাই মিলে কাজ করার কথা বলেছেন তিনি। রাজীব বলেন, ”কেন্দ্র-রাজ্য সমন্বয় রেখে কাজের জন্যই এই পদক্ষেপ। মানুষের উন্নয়নের স্বার্থে বাংলার জন্য স্পেশ্যাল প্যাকেজের দাবি জানাচ্ছি।”

বেশ কয়েকদিন ধরে রাজনীতিতে চর্চায় অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনিও শনিবার অমিত শাহর বাড়িতে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন বিজেপিতে। তাঁকে গেরুয়া উত্তরীয় পরিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নতুন করে রাজনীতির পথে পা রেখে তিনি বললেন, ”শিগগিরই মাঠে নামব। কাজ করতে হবে মানুষের জন্য।”

অন্যদিকে, বাংলার মানুষ অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। সে বিষয়টি শাহকে জানিয়েছি। উনি দেখবেন বলে জানিয়েছেন বলে জানালেন বৈশালী ডালমিয়া। এমনকি, আগামিদিনে বালি থেকে লড়াই করেই মানুষের পাশে থাকবেন বলে জানিয়ছেন বৈশালী।

ভোটের মুখে সবার বিবেক জেগে উঠেছে, তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, বিশ্বাসঘাতকের রাজনীতির বিরুদ্ধে আগামী নির্বাচনে ভোট দেবেন মানুষ।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

কোনগুলো শিশু নির্যাতন এবং কিভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়। জানাচ্ছেন শিশু অধিকার বিশেষজ্ঞ সত্য গোপাল দে।