প্রতীতি ঘোষ, ঠাকুর নগর : ঠাকুরনগরে অমিত শাহের ‘সিএএ’ সম্পর্কিত জনসভা বাতিল। মতুয়া সম্প্রদায়কে অপমান করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এমনই অভিযোগ করলেন প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর।

শনিবার ঠাকুরনগরের সভা করার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এই সভা থেকে নাগরিকত্ব নিয়ে বার্তা দেওয়ার কথা ছিল শাহেরI শুক্রবার সকাল থেকেই মতুয়ারা ভিড় জমাতে শুরু করেছিলেন ঠাকুরবাড়িতে। হেলিপ্যাড সভামঞ্চ তৈরির কাজও শেষ হয়ে গিয়েছিল।

শুক্রবার রাতে সেই সভা হঠাৎ বাতিল হওয়ায়
মনভার মতুয়া ভক্তদের। মতুয়ারা কেউ এসেছেন উত্তরবঙ্গ থেকে আবার কেউ এসেছেন হুগলি থেকে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়ারা ইতিমধ্যেই এসে গিয়েছেন ঠাকুরবাড়িতে।

তাঁদের বক্তব্য, নাগরিকত্ব নিয়ে অমিত শাহের বক্তব্য শোনার জন্যই এসেছিলেন তাঁরা। সভা বাতিল হলেও আবার আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী। নাগরিকত্ব নিয়ে বলবেন৷ সেই আশা বুকে নিয়েই গাইঘাটার ঠাকুরনগর থেকে বাড়ি ফিরছেন মতুয়া ভক্তরা।

তবে এই বিষয়ে প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর বলেন,” অনেক বড় বড় ঘটনাতেও সভা বাতিল করেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। নিঃশর্ত নাগরিকত্ব নিয়ে মতুয়াদের কিছুই বলতে পারবেন না স্বরাষ্ট্রমন্ত্রী। তাই অজুহাত দেখিয়ে আসলেন না ঠাকুরনগরে। মতুয়া ভক্তদের অপমান করলেন তিনি।”

এদিকে শুক্রবার দিল্লির ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের জেরে আপাতত রাজধানী ছাড়তে চাইছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই কারণেই শাহের দুদিনের রাজ্য সফর বাতিল হয়েছে। তবে অমিত শাহের জায়গায় কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে রাজ্যে পাঠানোর চেষ্টা করছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।

শেষ মুহূর্তে অমিত শাহের রাজ্য সফর বাতিল হয়েছে। দিল্লিতে বিস্ফোরণের জেরেই এই সিদ্ধান্ত। এদিকে, পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পুরো শক্তি নিয়ে ঝাঁপাচ্ছে গেরুয়া ব্রিগেড। শাহের দুদিনের বঙ্গ-সফরে ঠাসা কর্মসূচি রাখা হয়েছিল।

দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকের পাশাপাশি মতুয়াগড় ঠাকুরনগরে সভা করার কথা ছিল অমিত শাহের। দুদিনের সফরে মায়াপুরের ইসকন মন্দিরেও যাওয়ার কথা ছিল শাহের। রবিবার কলকাতায় সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে হাজির থাকার কথা ছিল তাঁর। তবে আপাতত শাহের সব কর্মসূচি বাতিল। শুক্রবার রাতেই রাজ্য বিজেপির তরফে প্রকাশিত বিবৃতিতে অমিত শাহের রাজ্য সফর স্থগিত রাখা হচ্ছে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

তবে অমিত শাহ না এলেও বাংলায় বিজেপির শীর্ষ নেতৃত্বের কাউকে পাঠানোর চেষ্টা চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে রাজ্যে পাঠাবার চেষ্টা করছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

কোনগুলো শিশু নির্যাতন এবং কিভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়। জানাচ্ছেন শিশু অধিকার বিশেষজ্ঞ সত্য গোপাল দে।