মুম্বই সিটিকে ১-২ গোলে হারিয়ে দিল নর্থ ইস্ট ইউনাইটেড। যার ফলে ১৪ ম্যাচ খেলে ২১ পয়েন্টে উঠে এল উত্তর পূর্বের এই ক্লাব। একই সংখ্যক ম্যাচ খেলে মুম্বই ৩০ পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে রয়েছে। এদিন প্রথমার্ধের শুরুতেই নর্থ ইস্ট দুটি গোল করে এগিয়ে যায়। ম্যাচের ছয় ও দশ মিনিটের মাথায় জোড়া গোল করেন ব্রাউন। তার পাল্টা একটি গোল ৮৫ মিনিটের মাথায় গিয়ে মুম্বই শোধ করে। ফলে খেলার ফলাফল নর্থ ইস্টের পক্ষে ২-১ গোলে শেষ হয়।
দশ মিনিটের মাথায় দুটি গোল পাওয়া ব্রাউন কুড়ি মিনিটের মাথায় হ্যাটট্রিকের সুযোগ পেয়ে গিয়েছিলেন। এদিকে দুটি গোল খেলেও কাউন্টার অ্যাটাক জারি রেখেছিল মুম্বই। তবে সব চেষ্টা বিফল হয়। কারণ গোলের মুখ খুলতে পারেনি মুম্বই। ম্যাচের দ্বিতীয়ার্ধেও ৪৬ মিনিটের মাথায় নর্থ ইস্ট গোলের সুযোগ পেয়ে গিয়েছিল। তবে গোল করতে পারেনি।
মুম্বই ১৪ ম্যাচ খেলে নয়টি জয় ও তিনটি ড্র সহ মুম্বই ৩০ পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে রয়েছে। নর্থ ইস্ট ১৪ ম্যাচ খেলে ২১ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। দ্বিতীয় স্থানে রয়েছে এটিকে মোহনবাগান। ১৩ ম্যাচ খেলে মোহনবাগান পেয়েছে ২৪ পয়েন্ট। গোয়া ১৪ ম্যাচ খেলে ২১ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে নর্থ ইস্টের চেয়ে গোলপার্থক্যে এগিয়ে থাকা গোয়া।