স্টাফ রিপোর্টার, কলকাতা: চন্দননগরের পুলিশ কমিশনারের পদ থেকে হুমায়ুন কবীরের ইস্তফা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায় (Locket Chatterjee)। শনিবার তিনি বললেন,  ‘হুমায়ুন কবীর গরু পাচারের সঙ্গে জড়িত। সিবিআই ওঁকে জিজ্ঞাসাবাদ করেছিল। পিঠ বাঁচাতেই পদত্যাগ করেছেন’।

আগামী এপ্রিলে চাকরির মেয়াদ শেষ হচ্ছে হুমায়ুন কবীরের৷ তার আগেই চাকরি থেকে ইস্তফা দিয়েছেন চন্দননগরের পুলিশ কমিশনার। এরপরই তাঁর রাজনীতিতে আসা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। যদিও সে সব উড়িয়ে ওই আইপিএস অফিসার জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত। উল্লেখ্য, মাস দুয়েক আগেই তৃণমূলে যোগ দিয়েছেন তাঁর স্ত্রী অনিন্দিতা দাস।

শুক্রবার বদলি করা হয় হুমায়ন কবীরকে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় গৌরব শর্মাকে। জানা গিয়েছে, বদলির নির্দেশ পাওয়ার পরই ইস্তফা দেন দক্ষ পুলিশ অফিসার হুমায়ুন কবীর। শুক্রবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইস্তফার চিঠি পাঠিয়েছেন হুমায়ুন। ৩১ জানুয়ারির পর থেকে আর চাকরিতে থাকবেন না বলে জানিয়েছেন তিনি। এই ইস্তফা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। রাজনৈতিক মহলের একাংশের অনুমান, এবার রাজনীতিতে নাম লেখাবেন তিনি। কারণ, আগে একাধিকবার সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে সুর চড়াতে দেখা গিয়েছে তাঁকে। সেই সমস্ত মানুষের স্বার্থে ভোটের আগে ইস্তফা দিয়ে হুমায়ুন কবীরের রাজনীতিতে যোগ দেওয়া সময়ের অপেক্ষা বলে মনে করছেন কেউ কেউ।

২০০৩ ব্যাচের আইপিএস হুমায়ুন কবির। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন হুমায়ুন।যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে হাতকাটা দিলীপকে গ্রেফতার করে লাইমলাইটে এসেছিলেন হুমায়ুন।
২০১৮ নাগাদ একটি সিনেমাও পরিচালনা করেছিলেন তিনি। ২০১৯ সালের ২৯ জুলাই ব্যান্ডেলের তৃণমূল নেতা দিলীপ রাম খুন হন। সেই সময় চন্দননগর পুলিশের কমিশনার ছিলেন অখিলেশ চতুর্বেদী। ওই খুনের ঘটনার জেরে অখিলেশকে সরিয়ে হুমায়ুনকে কমিশনার করা হয়। তার পর থেকে চন্দননগরের পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব সামলেছেন এই আইপিএস অফিসার।

মুর্শিদাবাদের পুলিস সুপার থাকার সময়ে একটি ধর্ষণের মামলা নিয়ে বিতর্কে জড়ান হুমায়ুন। হুমায়ুন কবিরের বিরুদ্ধে আগে থেকেই তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগে সরব ছিল বিরোধীরা। এমনকী নির্বাচনের আগে কমিশন তাঁকে পদ থেকে সরিয়ে দিয়েছিল। চন্দননগরের তেলেনিপাড়ায় সংঘর্ষে কথা উল্লেখ করেও সদ্য প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন লকেট চট্টোপাধ্যায়৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

কোনগুলো শিশু নির্যাতন এবং কিভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়। জানাচ্ছেন শিশু অধিকার বিশেষজ্ঞ সত্য গোপাল দে।