করোনা পরিস্থিতির মধ্যে কাগজে আর বাজেট ছাপানো হচ্ছে না। তাতে সংক্রমণের আশঙ্কা থাকে আঁচ করে আগে থেকেই প্রস্তুতি নিয়ে ফেলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। বাজেট অধিবেশন শুরুর আগেই হালুয়া সেরিমনিতে বাজেট অ্যাপ লঞ্চ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কেন্দ্রীয় বােজটের যাবতীয় তথ্য সেখানে আপলোড করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সকলেই নিজের মোবাইলে সহজেই সেই অ্যাপ ডাউনলোক করতে পারবেন। করোনার দৌলতে এবার ঘরে ঘরে পৌঁছে যাবে কেন্দ্রীয় বাজেটের যাবতীয় তথ্য।
https://www.indiabudget.gov.in/ এই লিঙ্কে সার্চ দিলেই পেয়ে যাবেন ডাউনলোড মোবাইল অ্যাপ। গুগল প্লেস্টোর থেকে পাওয়া যাবে এই বাজেট অ্যাপ। তাতে বার্ষিক আর্থিক সমীক্ষা থেকে শুরু করে ফিনান্স বিল সব তথ্যই পাওয়া যাবে। একই সঙ্গে বাজেটের যাবতীয় তথ্য পাওয়া যাবে এই অ্যাপে। ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাষণের মধ্যে দিয়েই বাজেট অধিবেশন শুরু হবে।
দেশের যেকোনও প্রান্ত থেকেই সেই অ্যাপের মাধ্যমে মোদী সরকারের বাজেটের যাবতীয় তথ্য পেয়ে যাবেন দেশবাসী। করোনা কারণে এবার ফিন্সিয়াল সার্ভে রিপোর্টও কাগজে প্রকাশ করা হয়নি। সবটাই ডিজিটাল মাধ্যমে প্রকাশ করা হয়েছে। শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সভার মধ্য দিয়ে শুরু হয়েছে করোনা কালে প্রথম বাজেট অধিবেশন।