দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে পাকিস্তানের দাপুটে জয়, নায়ক ফওয়াদ

দুর্দান্ত অল রাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে দাপুটে জয় হাসিল করেছে পাকিস্তান ক্রিকেট দল। ফওয়াদ আলমের দুর্দান্ত ব্যাটিং এবং ইয়াসির শাহ ও নাউমান আলির বিধ্বংসী বোলিংয়ের সৌজন্যে পাকিস্তানের এই অনবদ্য জয় বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা।

টসে জেতে দক্ষিণ আফিকা

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ২২০ রানে অল আউট হয়ে যায় প্রোটিয়া শিবির। পাকিস্তানের হয়ে তিন উইকেট নেন ইয়াসির শাহ। দুটি করে উইকেট নেন শাহিন আফ্রিদি ও নাউমান আলি।

পাকিস্তানের প্রথম ইনিংস

দক্ষিণ আফ্রিকার ২২০-এর জবাবে প্রথম ইনিংসে ৩৭৮ রান তোলে পাকিস্তান। ২৪৫ বলে ১০৯ রানের অনবদ্য ইনিংস খেলেন ফওয়াদ আলম। ৬৪ রান করেন ফাহিম আশরফ। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি করে উইকেট নেন স্পিনার কেশব মহারাজ ও ফাস্ট বোলার কাগিসো রাবাডা। দুটি করে উইকেট নেন আনরিখ নর্কিয়া ও লুঙ্গি এনগিদি।

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস

পিছিয়ে থেকেও তৃতীয় ইনিংসে ২৪৫ রানের বেশি তুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৭৪ রান করেন প্রোটিয়া ওপেনার আইদেন মার্করাম। ৬৪ রান করেন রেইজে ভ্যান ডার ডুসেন। তৃতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে পাঁচ উইকেট নেন নাওমান শাহ। চার উইকেট নেন ইয়াসির শাহ। এক উইকেট নেন হাসান আলি।

পাকিস্তানের জয়

করাচি টেস্টের চতুর্থ ইনিংসে জেতার জন্য পাকিস্তানকে ৮৮ রানের লক্ষ্য দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তিন উইকেট হারিয়ে সহজেই সেই লক্ষ্যে পৌঁছে যায় পাক দল। সর্বোচ্চ ৩১ রান করেন আজহার আলি। পাকিস্তানি ব্যাটসম্যান ফওয়াদ আলমকে ম্যাচের সেরা ক্রিকেটার নিবার্চন করা হয়েছে।

আইপিএল ২০২১ : ভিভো থাকতে কেন টাইটেল স্পনসরের জন্য টেন্ডার ডাকার তোড়জোর!

More PAKISTAN News