কালো এবং হলুদ ডোরাকাটা জার্সিতে এফসি গোয়ার বিরুদ্ধে আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথম মিনিটেই পেনাল্টি পেয়েও তার ফায়দা তুলতে পারল না এসসি ইস্টবেঙ্গল। এমনকী প্রথমার্ধে লাগাতার চাপ তৈরি করেও গোল দিতে পারেনি লাল-হলুদ। উল্টে খেলার গতির বিপরীতে গিয়ে সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষে মাঠ ছাড়ল গোয়া।
আজকের আগে ১৩ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে এফসি গোয়া। আজ জিতলে ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়েও একই স্থানে দাঁড়িয়ে থাকবে ক্লিফোর্ড মিরান্ডার দল। অন্যদিকে ১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্টে অবস্থান করছে এসসি ইস্টবেঙ্গল আজ জিতলে ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়েও দশম স্থানেই দাঁড়িয়ে থাকবে লাল-হলুদ।
ম্যাচের একদম শুরুর মুহুর্তে এফসি গোয়ার ডিফেন্ডারদের ভুলে বল নিয়ে ডি বক্সে ঢুকে পড়েন এসসি ইস্টবেঙ্গলের নায়ারণ দাস। তাঁকে ফেলে দিতে বাধ্য হন প্রতিপক্ষ। ফলে পেনাল্টি পেয়ে যায় নিকশ কালো এবং হলুদ ডোরাকাটা জার্সিতে প্রথমবার মাঠে নামা লাল-হলুদ। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন অভিজ্ঞ আন্টোনি পিলকিংটন।
এরপর খেলা ধরে নেয় এফসি গোয়া। প্রথম দশ মিনিটে এসসি ইস্টবেঙ্গলের গোলমুখে বেশ কয়েকটি ইতিবাচক আক্রমণ তুলে আনে ইগর আনগুলো শিবির। দুর্দান্ত দক্ষতায় সবকটি বল বাঁচান লাল-হলুদ গোলরক্ষক দেবজিৎ মজুমদার। ১৫ মিনিটের পর আচমকাই খেলায় ঝাঁঝ বাড়ায় রবি ফাওলারের দল। একাধিকবার গোলের খুব কাছে পৌঁছেও যান ব্রাইট এনোবাখারে অ্যান্ড কোং। তবে আর গোল হাসিল করতে পারেনি কলকাতার ক্লাব।
অন্যদিকে ম্যাচের ৩৯তম মিনিটে ফাঁকায় বল পেয়ে গোল দিতে ভুল করেননি এফসি গোয়ার ইগর আনগুলো। টুর্নামেন্টে এটি তাঁর দশম গোল।