মমতাকে আক্রমণ শুভেন্দুর
রানিরাসমণি রোডে সনাতন ব্রাহ্মণ সভার অনুষ্ঠানে যোগ দিয়ে ফের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। নাম না করেই মমতাকে আক্রমণ করে শুভেন্দু বলেছেন, আগের দলে একজনই কাজ করতেন আমরা সবাই ল্যাম্পপোস্ট ছিলাম। একজনই কাজ করতেন সেউ দলে।
পুরোহিত ভাতা নিয়ে বৈষম্য
সনাতন ব্রাহ্মণ সভা থেকে পুরোহিত ভাতা নিয়ে বৈষম্যের অভিযোগ করেছেন শুভেন্দ্ু অধিকারী। তিনি সরাসরি ইমাম ভাতার প্রসঙ্গ টেনে বলেছেন মাত্র ৮০০০ জন পুরোহিত ভাতা পান। তাও ১ হাজার টাকা। আর ইমাম ভাতা পান ৬০,০০০জন। তাঁদের ভাতার পরিমাণও দ্বিগুণ। ২০০০ টাকা। শুধুমাত্র ধর্মাচরণ করলেই ইমাম মোয়াজ্জেমরা ভাতা পান। আর পুরোহিততে ভাতা পেতে হলে একাধিক কাজ করতে হয়। তাহলেই বোঝা যাচ্ছে বৈষম্য কোথায়।
রাজীবকে নিয়ে ইঙ্গিত
কিছুক্ষণ আগেই এই একই জায়গায় এসেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপরেই আসেন শুভেন্দু অধিকারী। সভা থেকেই তিনি সনাতন ব্রাহ্মণ সমাজকে বার্তা দিয়েছেন পরিবর্তনের সঙ্গে থাকার। রাজীব বন্দ্যোপাধ্যায়ও হয়তো সেই পরিবর্তনের জাহাজে সওয়ার হতে চলেছেন বলে ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু অধিকারী। রবিবার অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে।
রাজীবের পদত্যাগ
ইতিমধ্যেই বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি মমতার ছবি হাতে নিয়েই আবেগ ঘন কণ্ঠে বলেছেন মমতা আমার মায়ের মতো। তবে দল ছাড়ার কথা এখনই ঘোষণা করেননি তিনি। আগামিকাল নিজের অবস্থান জানাবেন বলে জানিয়েছেন রাজীব। তবে শুভেন্দু আগেই সেই ইঙ্গিত দিয়ে রাখলেন। রবিবারে অমিতের শাহি সভায় তৃণমূলে হেভিওয়েটদের যোগদান অনিবার্য তাতে কোনও সন্দেহ নেই।