|
পিভি সিন্ধুর জয়
বিডব্লুএফ বিশ্ব ট্যুর ফাইনালসের বি গ্রুপের তৃতীয় ম্যাচে থাইল্যান্ড তারকা পর্নপাউই চোচুওয়ংয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন পিভি সিন্ধু। স্ট্রেট সেটে ম্যাচ জেতে ভারতীয় শাটলার। ২১-১৮ এবং ২১-১৫ গেমে খেলার ফয়সলা হয়ে যায়। তবুও টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছতে পারলেন না সিন্ধু।
প্রথম দুটি ম্যাচে হার
ব্যাংককে বিডব্লুএফ বিশ্ব ট্যুর ফাইনালসের বি গ্রুপের প্রথম ম্যাচে তাইওয়ানের তাই জু-ইংয়র বিরুদ্ধে হেরে গিয়েছিলেন পিভি সিন্ধু। ১৯-২১, ২১-১২ এবং ২১-১৭ গেমে ম্যাচ জিতেছিলেন বিশ্বের এক নম্বর মহিলা শাটলার। ব্যাংককে বিডব্লুএফ বিশ্ব ট্যুর ফাইনালসের বি গ্রুপের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের রাটচানক ইন্টাননের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন পিভি সিন্ধু। ৪৩ মিনিটের বেশি স্থায়ী হয়নি মোকাবিলা। স্ট্রেট গেমে ম্যাচ হেরেছিলেন ভারতীয় শাটলার। বিশ্ব চ্যাম্পিয়ন ব্যাডমিন্টন তারকাকে ২১-১৯, ২১-১৩ গেমে মোকাবিলা হারিয়েছিলেন ইন্টানন।
শ্রীকান্তের ফের হার
বিডব্লুএফ বিশ্ব ট্যুর ফাইনালসের গ্রুপ স্তরের শেষ ম্যাচেও হেরে যান কিদাম্বী শ্রীকান্ত। শুক্রবার হংকং-এর আনগুস এনজি কা লং-এর বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ভারতীয় শাটলার। প্রথম গেম ২১-১২ পয়েন্টে শ্রীকান্ত জিতলেও শেষ দুই গেম ১৮-২১ ও ১৯-২১ পয়েন্টে মাত দেন বিশ্বের আট নম্বর শাটলার।
টুর্নামেন্টের বাইরে শ্রীকান্ত
বিডব্লুএফ বিশ্ব ট্যুর ফাইনালসের গ্রুপ স্তরের তিনটি ম্যাচই হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন কিদাম্বী শ্রীকান্ত। অর্থাৎ টুর্নামেন্টে ভারতের আশা কার্যত শেষ।