অমিত শাহের দুদিনের বঙ্গ সফর বাতিল, কী হবে হাওড়ার যোগদান মেলার ভবিষ্যৎ

অমিত শাহের বঙ্গ সফর নিয়ে উত্তেজনায় ফুটছিল রাজ্য রাজনীতি। একদিকে মতুয়া সম্প্রদায়কে নাগরিকত্ব প্রদান নিয়ে কী বার্তা দেন অমিত শাহ, তা নিয়ে আগ্রহ। অন্যদিকে হাওড়ার ডুমুরজলায় তৃণমূলের কোমর ভাঙতে যোগদান মেলা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা। এরই মধ্যে রাজ্য বিজেপির তরফে জানিয়ে দেওয়া হল অমিত শাহের দুদিনের সফর বাতিল।

শাহ আসবেন না, কে থাকবেন হাওড়ার সভায়

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, অমিত শাহের বঙ্গ সফর বাতিল করা হয়েছে। শনিবার বাংলায় তাঁর কোনও কর্মসূচি হচ্ছে না। তবে রবিবার হাওড়ার সভা হবে। তবে সেই সভায় অমিত শাহ আসবেন না। তাঁর পরিবর্তে কে উপস্থিত থাকবেন হাওড়ার সভায়, তা স্পষ্ট করা হয়নি বঙ্গ বিজেপির তরফে।

শাহ না এলেও হাওড়ায় যোগদান মেলা হবে

বিজেপি নেতৃত্ব জানিয়েছে, হাওড়ায় যোগদান মেলা হবে। সেই সভায় আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বা রাজনাথ সিং। নাড্ডার ঠাসা কর্মসূচি রয়েছে। তিনি সেই কর্মসূচির মাঝে সময় করতে না পারলে কোনও সিনিয়র নেতা আসবেন। সেরকম হলে রাজনাথ সিং, যোগী আদিত্যনাথরা আসতে পারেন।

ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণ, আসছেন না শাহ

এদিন দিল্লিতে ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণকে জঙ্গি হামলার তকমা দিয়েছে ইজরায়েল। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই মুহূর্তে দিল্লিতে থাকা জরুরি মনে করছেন অমিত শাহ। ফলে তিনি বাংলায় আসতে পারছেন না। তাঁর জায়গায় বিকল্প কোনও নাম নিয়ে ভাবনা-চিন্তা করা হচ্ছে।

অমিত শাহের বিকল্প কে, তিন নাম নিয়ে জল্পনা

কেন্দ্রীয় নেতৃত্ব আলোচনা চালাচ্ছে তিনটি নাম নিয়ে, তাঁরা হলেন জেপি নাড্ডা, রাজনাথ সিং ও যোগী আদিত্যনাথ। রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, আগামীকালের মধ্যে স্পষ্ট হয়ে যাবে কে আসতে পারেন ডুমুরজলায় সভায়। শনিবার অমিত শাহের সমস্ত কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে। রবিবার শুধু ডুমুরজলার সভা হবে বলে জানানো হয়েছে বিজেপির তরফে।

More AMIT SHAH News