এদিকে কৃষি আইনের প্রতিবাদে ইতিমধ্যেই বাজেট অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করে কেন্দ্র। এমনকী প্রজাতন্ত্র দিবসে দিল্লির বুকে অরাজকতা নিয়েও সরকারের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তোলা হয়। এদিকে দেশজোড়া চাপানৌতরের মাঝেই প্রজাতন্ত্র দিবসে লালকেন্ডা কাণ্ডের বিষয়ে সরব হতে দেখা গেল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে। এমনকী কৃষক আন্দোলনের নামে জাতীয় পতাকার অবমাননা গোটা দেশবাসীর জন্য খুবই দুর্ভাগ্যজনক বলেও হতাশা প্রকাশ করতে দেখা যায় তাকে।
এদিন রীতি মেনে বাজেট অধিবেশনের শুরুতে সংসদে বক্তব্য রাখতে কৃষক আন্দোলনের গতিপ্রকৃতি নিয়েও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় রাষ্ট্রপতিকে। এমনকী দেশের কৃষক স্বার্থের কথা মাথায় রেখেই নয়া কৃষি আইন জারি করা হয়েছে বলেও মত প্রকাশ করেন তিনি। এর দ্বারা লাভবান হবেন ১০ কোটির বেশি কৃষক, এমনটাই মত রাষ্ট্রপতির। পাশাপাশি এদিনের বর্ক্তৃতায় কিষাণ সম্মান নিধি প্রকল্পের প্রসঙ্গও তোলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
যদিও লালকেল্লা কাণ্ডের জবাবে রাষ্ট্রপতির সাফ বক্তব্য, ২৬ জানুয়ারির ঘটনায় দেশের তিরঙ্গা পতাকা অপমানিত হয়েছে। একই সঙ্গে প্রজাতন্ত্র দিবসের গরিমাও হানি হয়েছে বলে জানান তিনি। এমনকী সংবিধান বর্ণিত বাক স্বাধীনতার কথা মনে করাতে গিয়ে দেশের আইন ব্যাবস্থার প্রতিও আস্থা রাখার কথা বলতে শোনা যায় রাষ্ট্রপতিকে। পাশাপাশি এদিন বিরোধী শূন্য সংসদে রাষ্ট্রপতি বলেন ইতিমধ্যেই তিনটি কৃষি আইনের ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম আদালত। এই বিষয়ে শীর্ষ আদালতের রায়ই মাথা পেতে নেবে সরকার।
করোনা পরিস্থিতিতেও ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি, বাজেট পেশের আগে যা জানালেন অর্থমন্ত্রী