তৃণমূলের মেডিকেল হেল্থ ভালো না, ICU-তে চলে গিয়েছে, রাজীবের পদত্যােগর পর কটাক্ষ জয়প্রকাশের

তৃণমূল কংগ্রেসের হেলথ কন্ডিশন ভাল নয়, আইসিইউতে চলে গিয়েছে। রাজীবের বিধায়ক পদ থেকে ইস্তফার পরেই সরব হলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। রাজীবকে বিজেপিতে আসার আহ্বান জানিয়ে জয়প্রকাশ বলেছেন, তৃণমূলে আর আগের অবস্থা নেই। সেখানে আদর্শ সম্মান নিয়ে কাজ করতে পারছেন না নেতারা। সেকারণেই সকলে বেিরয়ে আসতে চাইছেন। রাজীব তৃণমূল কংগ্রেস ছাড়ার পর তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা আরও জোরাল হয়েছে। শুভেন্দুর গলাতেও মিলেছে সেই ইঙ্গিত। রাজীব যদিও এখনও সিদ্ধান্ত আগামিকালের জন্য তুলে রেখেছেন।

আইসিইউতে তৃণমূল

একের পর এক দলের হেভিওয়েটরা ছেড়ে যাচ্ছেন। শুভেন্দু অধিকারীর পর লাইন ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেস বিধায়করা। রাজীবও সেই তালিকায় যুক্ত হতে চলেছে। বিধায়ক পদ থেকে রাজীবের ইস্তফার পর বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার কটাক্ষ করে বলেছেন তৃণমূলের হেল্থ কন্ডিশন ভাল নেই। আইসিইউতে চলে গিয়েছে। তৃণমূলে কেউ আদর্শ আর সম্মান নিয়ে থাকতে পারছেন না বলেই ছেড়ে বেরিয়ে আসছে।

রাজীবকে বিজেপিতে আহ্বান

তৃণমূলের তীব্র নিন্দা করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে বিজেপিতে স্বাগত জানিয়েছেন জয় প্রকাশ মজুমদার। রাজীবের মতো মানুষের জন্য কাজ করা আদর্শবান নেতারা বিজেপিতে এসে স্বাগত। জানিয়েছেন জয়প্রকাশ মজুমদার। তিনি বলেছেন মানুষের জন্য যাঁরা কাজ করতে চান তাঁদের বিজেপিতে আসতেই হবে। কারণ বিজেপিই একমাত্র পার্টি যাদের আদর্শ রয়েছে। মানুষের জন্য কাজ করে।

তৃণমূল ছাড়লেন রাজীব

বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে কোর কমিটির বৈঠক চলাকালীনই তৃণমূল কংগ্রেস নেত্রীকে ইমেলে পদত্যাগ পত্র পাঠিয়েছেন রাজীব। রাজনৈতিক মহলের দাবি তৃণমূল তাঁকে বহিষ্কার করতে পারে আঁচ করেই আগে থেকেই পদত্যাগ করেছেন রাজীব। নইলে হয়তো আগামিকাল এই নিয়ে সিদ্ধান্ত জানাতেন তিনি। বিধানসভায় দাঁড়িয়ে সেকথাই জানিয়েছিলেন রাজীব।

অমিত শাহের সভাতেই কি যোগদান

মনেকরা হচ্ছে রবিবার অমিত শাহের সভাতেই রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপির পতাকা হাতে তুলে নেবেন। সেই তালিকায় আগে থেকেই নাম লিখিয়ে রেখেছেন বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তীরা। তিনি স্পষ্ট জানিয়েছেন অমিতের সভায় থাকবেন। মূলত অরূপ রায়ের প্রতি বিরক্ত হয়েই তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছেন তাঁরা এমনই দাবি করেছেন বৈশালী ডালমিয়া।

শুভেন্দুর জেলার পর হাওড়াতেও 'ভোকাট্টা’ তৃণমূল! মমতার ঘর ভেঙে বিজেপির পথে যাঁরা

More RAJIB BANERJEE News