নয়াদিল্লি: ২০২০ সাল থেকেই গোটা ভারতীয়দের কাছে অন্যতম আকর্ষণের বিষয় ছিল ফৌজি গেম। মূলত ভারত চিন সংঘর্ষের পরে চিনের বিরুদ্ধে ভারতের তরফে নেওয়া হয়েছিল ডিজিটাল পদক্ষেপ। ফলে ব্যান করা হয়েছিল একাধিক চিনা অ্যাপ। আর সেই সঙ্গে ওই সকল চিনা অ্যাপের বিকল্প হিসেবে উঠে এসেছিল অন্যান্য দেশীয় অ্যাপ। তবে সব থেকে আকর্ষণ ছিল পাবজি গেমের বিকল্প ফৌজি নিয়ে।

এই গেম তৈরি করা হয়েছিল দেশীয় এক সংস্থার তরফে। তবে এই গেমের সঙ্গে অভিনেতা অক্ষয় কুমারের যুক্ত থাকার খবর সামনে আসার পরেই গোটা ভারতের তরফে যথেষ্ট আগ্রহ দেখানো হয়েছিল এই গেমের প্রতি। যদিও গত বছরেই এই গেম লঞ্চের কথা থাকলেও তা কোন কারণে সম্ভব হয়নি।

অবশেষে এই গেম লঞ্চ করা হয় এই বছরের প্রজাতন্ত্র দিবসের দিনে। আর লঞ্চের খুব অল্প সময়ের মধ্যেই এই গেম যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে গোটা দেশবাসীর কাছে। আগেই জানানো হয়েছিল এই গেমের মূল ভিত্তি গালওয়ান সীমান্তের চিন ভারত লড়াই। তবে এই গেম প্রস্তুতকারক সংস্থা ncore games এর তরফে জানানো হয়েছে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ৫ মিলিয়ন ডাউনলোড করা হয়েছে এই গেমের।

ইতিমধ্যে অনেকেই এই গেম খেলা শুরু করেছেন। পাশপাশি অভিনেতা অক্ষয় কুমারের তরফে জানানো হয়েছিল এই গেম থেকে প্রাপ্ত অর্থের কিছুটা পরিমাণ যাবে ট্রাস্টে। সম্পূর্ণ ভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই গেম ভারতীয়দের কাছে যে যথেষ্ট আকর্ষণের ছিল টা ইতিমধ্যে বোঝা গিয়েছে। ইতিমধ্যে android ব্যবহারকারীদের জন্য এই গেম এলেও ios ব্যবহারকারীদের জন্য কবে এই গেম আনা হবে টা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে দ্রুত এই গেম আনা হবে তাদের জন্য। এছাড়া দ্রুত এই গেমে যোগ করা হবে আরও কিছু আপডেট। এমনটা মনে করা হচ্ছে। তবে পাবজির বিকল্প হিসেবে ইতিমধ্যে জনপ্রিয় ফৌজি।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

কোনগুলো শিশু নির্যাতন এবং কিভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়। জানাচ্ছেন শিশু অধিকার বিশেষজ্ঞ সত্য গোপাল দে।