এবার বিধানসভায় মমতার সামনেই জয় শ্রীরাম স্লোগান! কৃষি আইন নিয়ে প্রস্তাবের বিরোধিতায় ওয়াকআউট বিজেপির
কেন্দ্রীয় কৃষি আইন (farm law) নিয়ে আলোচনার সময় ফের একবার উত্তেজনা ছড়িয়ে পড় বিধানসভায়। বিজেপি (bjp) বিধায়করা কেন্দ্রীয় কৃষি আইনের স্বপক্ষে স্লোগান তোলেন। পাশাপাশি রাজ্য বিধানসভায় আনা প্রস্তাবের কড়া বিরোধিতা করেন তাঁরা। ওয়েলে নেমে বিক্ষোভের সময় তাঁরা জয় শ্রীরাম স্লোগানও (jai shree ram)দিতে থাকেন তাঁরা। এরপর তাঁরা বিধানসভা থেকে বেরিয়ে যান (walk out)।

কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব
এদিন কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব পেশ করেন পরিষদীয় নেতা পার্থ চট্টোপাধ্যায়। সেখানে বলা হয়, কৃষি আইনের বিরুদ্ধে দেশে আন্দোলনকারী কৃষকরা যখন রাজধানীর সীমানায় আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেই আন্দোলনের প্রতি তাঁরা সমর্থন জানাচ্ছেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছে অত্যাবশ্যকীয় পণ্য আইন, কৃষ মূল্য নিশ্চিতকরণ ও পরিষেবা চুক্তি আইন , কৃষিপণ্য ও ব্যবসা বাণিজ্য আইন বাতিল ও সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের জন্য দাবি জানানো হচ্ছে।

আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়
আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় কৃষি আইনের নেতিবাচক দিকগুলি তুলে ধরেন। কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে তিনি বলেন, দিল্লির সীমান্তে কৃষকদের ওপরে যে অত্যাচার হয়েছে, তার জন্য বিজেপি সরকার দায়ী। তিনি বলেন, কৃষকরা লালকেল্লা দখল করতে গিয়েছিলেন, তা তিনি বিশ্বাস করেন না। তিনি আরও বলেন, কৃষকরা খালিস্তানি নয়। সংসদে কৃষি বিলগুলি জোর করে পাশ করানোর অভিযোগ তুলে তিনটি আইনই প্রত্যাহারের দাবি করেন তিনি। কৃষকদের সব কর মকুবের দাবি তোলেন তিনিষ পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগও দাবি করেন তিনি। স্লোগান তোলেন হয় আইন প্রত্যাহার করো, নইলে সরকার গদি ছাড়ো।

পাল্টা বিক্ষোভ বিজেপির, পরে ওয়াকআউট
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব কথা শুনে উত্তেজিত বিজেপি বিধায়করা ওয়েলে নেমে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিধানসভার মধ্যেই তোলেন জয় শ্রীরাম স্লোগান। এরপর তারা সরকারের প্রস্তাবের বিরোধিতা করে বিধানসভা থেকে ওয়াকআউট করেন। সেই তালিকায় ছিলেন বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, স্বাধীন সরকার, আশিস বিশ্বাস, সুদীপ মুখোপাধ্যায়, দুলাল বরের মতো বিধায়করা।

বাম ও বিজেপি বিধায়কদের মধ্যে ধস্তাধস্তি
এদিকে বিধানসভায় জয় শ্রীরাম স্লোগান দেওয়ার নিন্দা করেছেন সিপিএম বিধায়করা। একটা সময় হইহট্টোগোল চলাকালীন দুলাল বরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সিপিএণ বিধায়ক তথা বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। পরিস্থিতি সামলাতে এগিয়ে যান অপর সিপিএম বিধায়ক সুজিত চক্রবর্তী। তাকেও দুলাল বর ধাক্কা মারেন বলে অভিযোগ। জানা গিয়েছে ৫ ফেব্রুয়ারি বিধানসভায় ভোট অন অ্যাকাউন্চ পেশ করবে সরকার। এরপর তা নিয়ে ৬ ও ৮ ফেব্রুয়ারি আলোচনা করা হবে।
মুখে 'জয় বাংলা' স্লোগান, চার রাজধানীর দাবি! মমতাকে নিশানা করে বিস্ফোরক দিলীপ ঘোষ