করোনাকালীন আর্থিক মন্দায় ডুবে দেশ! আসন্ন বাজেট থেকে কী কী প্রত্যাশা রাখছে মধ্যবিত্ত ?
করোনাকালীন তীব্র আর্থিক মন্দায় ধুঁকছে গোটা দেশ। বাড়ছে বেকারত্ব, কমছে জিডিপি প্রবৃদ্ধি, রাজস্ব সংগ্রহ। এমতাবস্থায় মন্দাদশা থেকে নিস্তার পেতে অর্থমন্ত্রী নির্মলা সীতরমণের বাজেটের দিকেই তাকিয়ে গোটা দেশ। এদিকে দেশের সামগ্রিক অবস্থার কথা বিশেষত মধ্যবিত্তে দুরবস্থার কথা মাথায় রেখেই আসন্ন বাজেটে বেশ কিছু বড়সড় ঘোষণা করতে চলেছেন অর্থমন্ত্রী। কেন্দ্রীয় সূত্রে ইঙ্গিত এমনটাই।

বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছে আসন্ন বাজেট
প্রসঙ্গত উল্লেখ্য, করোনা আবহে দেশের সামাজিক সুরক্ষা ও আর্থিক অবক্ষয়ের কথা মাথায় রেখে বেশ কয়েকটা চ্যালেঞ্জের মুখে পড়েছে এবারের বাজেট।করোনাকালেই দেশের অভ্যন্তরীণ চাহিদা, চাকরি, বিনিয়োগ প্রতিটি ক্ষেত্রেই লেগেছে মন্দার আঁচ।এমতাবস্থায় এই প্রতিটি ক্ষেত্রের পুনরুদ্ধারের কথা মাথায় রেখেই বাজেট পেশ হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। করের ক্ষেত্রেও থাকতে পারে বড়সড় ছাড়, এমনকী করোনাকালে বাড়ি থেকে কর্মরতদের জন্যও বিশেষ ছাড়ের ভাবনা রয়েছে কেন্দ্রের।

বড়সড় কর ছাড়ের সম্ভাবনা
এদিকে বছরের শুরুতেই বাজেটের দিকে চোখ রাখেন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলে। তার অন্যতম কারণ কিন্তু ট্যাক্স বা কর।দিকে ২০২০ সালে আবার কর ব্যবস্থায় পরিবর্তন আনা হয়। এবার করোনাকালীন মন্দা দশার কথা মাথায় রেখে আসন্ন বাজেটেও বড়সড় পরিবর্তন থাকতে পারে বলে মনে করা হচ্ছে। নতুন বাজেটে কর প্রদানকারীকে কিছু ছাড় দেওয়া বা কোনও কোনও জায়গায় অব্যহতি দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

দেশজোড়া বেকারত্ব ঠেকাতে কী ঘোষণা করতে পারেন নির্মলা ?
এদিকে দীর্ঘায়িত লকডাউনের কারণে থমকেছে গোটা দেশের জিডিপি প্রবৃদ্ধি। সেই সঙ্গে গ্রাম হোক বা শহর প্রতিক্ষেত্রেই বেড়েছে বেকারত্ব। দেখা গিয়েছে রাজস্ব ঘাটতি। এমতাবস্থায় কর্মসংস্থান বাড়তে বিশেষজ্ঞরা বলছেন যে শহরজীবনে যদি কর্মসংস্থান বৃদ্ধি করতে হয়, তাহলে রিয়েল এস্টেট শিল্পের দিকে জোর দিতে হবে। জোর দিতে খাদ্য প্রক্রিয়াকরণ এবং টেক্সটাইলের মতো ছোট-বড় শিল্পগুলির দিকেও।

বাড়ি থেকে কর্মরতের জন্য বিশেষ ছাড়ের সম্ভাবনা
এদিকে করোনাকালেই কাজ হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। অনেকেরই কমেছে বেতন।এমনকী বাড়ি থেকে কাজ করার ফলে বাড়তি খরচের বোঝা বইতে হয়েছে অনেক মানুষকেই। আর এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখেই বড় ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বেতনে কাজ করেন অথবা ব্যবসা বাণিজ্য আছে, এই ধরনের কর্মীদের সমস্যার কথা মাথায় রেখেই ব্যক্তিগত করের সীমা বাড়িয়ে ৫০,০০০ টাকা করা হতে পারে বলেও জানা যাচ্ছে৷ এমনকী গৃহঋণের ক্ষেত্রেও একাধিক ছাড় মিলতে পারে বলে খবর।
বিজেপি এখন বাঙালি-অবাঙালি রাজনীতি করছে, মোদী গুজরাতি, হিন্দিভাষীদের একাট্টা হওয়ার বার্তা মমতার