• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

উলেন রায় হত্যাকাণ্ডে সিআইডির তদন্তের রিপোর্ট তলব হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের

  • |

গত ৭ ডিসেম্বর বিজেপির উত্তরকন্যা অভিযানে মৃত উলেন রায় হত্যার ঘটনায় তদন্তের অগ্রগতি নিয়ে সিআইডির রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় সিআইডির এডিজির কাছে রিপোর্ট তলব করে আদালত। আগামী ২২ শে ফেব্রুয়ারির মধ্যে সিআইডির এডিজি নিজের তত্ত্বাবধানে তদন্ত করে অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট দেবেন। এবং ৫ মার্চের মধ্যে চূড়ান্ত রিপোর্ট দিতে হবে আদালতে।

উলেন রায় হত্যাকাণ্ডে সিআইডির তদন্তের রিপোর্ট তলব হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের

প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর বিজেপির উত্তরকন্যা অভিযানকে ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় শিলিগুড়িতে। ফুলবাড়ি এলাকায় মিছিল করে এগোনোর সময়ে পুলিশের লাঠির আঘাতে তাদের এক কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

আহত হওয়ার পরে উলেন রায় (৫০) নামে ওই বিজেপি কর্মীকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির একটা নার্সিংহোমে। পরে সেখানেই তিনি মারা যান বলে দাবি করে বিজেপি।ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে পুলিশ জানায়, শটগানের গুলি লেগেছিল। তার গায়ে। তাতেই মৃত্যু হয়েছে ওই কর্মীর। কিন্তু পুলিশ ওই শটগান ব্যবহারই করে না। ফলে পুলিশের মারে কর্মীর মৃত্যুর অভিযোগ মিথ্যে বলেই দাবি করে রাজ্য পুলিশ। টুইট করে তারা জানায়, 'পুলিশ শটগান ব্যবহার করে না। স্পষ্ট বােঝা যাচ্ছে, গতকাল শিলিগুড়ির বিক্ষোভ মিছিলে সশস্ত্র দুষ্কৃতীদের আনা হয়েছিল। তারাই গুলি চালিয়েছিল। সেই গুলিই খুব কাছ থেকে লেগে মারা গেছেন ওই ব্যক্তি।'

সিআইডি তদন্তে সন্তুষ্ট নন উলেন রায়ের পরিবার। তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তের দাবি জানিয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রিট পিটিশন করে উলেন রায়ের স্ত্রী মালতী রায়। বুধবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারপতি মৌসুমি ভট্টাচার্যর এজলাসে সেই আবেদনের শুনানি হয়।

'ভারত থেকে আরও ভ্যাকসিন তৈরি হবে', বিশ্বমঞ্চে 'আত্ম নির্ভরতার' সুরে বার্তা মোদীর

English summary
high court wants to see investiagtion report of BJP worker died in North Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X