কৃষি আইনের প্রতিবাদে বিদ্রোহী মমতা, বিধানসভায় প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি মুখ্যমন্ত্রীর
কৃষক আন্দোলন নিয়ে ফের তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি আইন বিরোধী প্রস্তাব পেশ করে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিধানসভায় বিজেপির কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেছেন। বিজেপি কৃষক আন্দোলন নষ্ট করতে চাইছেন বলে অভিযোগ করেছেন মমতা। মুখ্যমন্ত্রীর এই দাবিকে সমর্থন জানিয়েছে বাম-কংগ্রেস।

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি
কৃষি আইনের প্রতিবাদে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা কৃষি আইনে নিয়ে বিজেপির কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর পদত্যাগ দাবি করেছেন। মুখ্যমন্ত্রীর দাবিকে সমর্থন জানিয়েছে বাম-কংগ্রেসও। বিধানসভায় হাত তালিয়ে মুখ্যমন্ত্রীর দাবিকে সমর্থন জানিয়েছেন তাঁরা।

কৃষক আন্দোলন নিয়ে সরব মমতা
বিজেপি গায়ের জোরে কৃষি আইন জারি করেছে। বিজেপি কৃষকদের আন্দোলনকে নষ্ট করতে চাইছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। কৃষকদের দেশদ্রোহী বললে কিছুতেই মেনে নেওয়া হবে না বলে হুঙ্কার দিেয়ছেন মমতা। আজই বিধানসভায় কৃষি আইন বিরোধী প্রস্তাব পেশ করেছে মমতা সরকার। সেই প্রস্তাবকে বাম-কংগ্রেস সমর্থন করলেও বিজেপি সমর্থন করেনি। বিেজপি তার বিরোধিতা করেছে।

কৃষি আইনের প্রতিবাদে
কৃষি আইনের প্রতিবাদে ২৬ জানুয়ারি দিল্লিতে ট্রাক্টর ব়্যালি আটকানো নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন কেন্দ্রের উদাসীনতার কারণেই এই ঘটনা ঘটেছে। কৃষকদের উপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ফাটানোর প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। মোদী অসংবেদন শীল আচরণ করেছেন কৃষকদের প্রতি টুইটে এমনই অভিযোগ করেছিলেন মমতা।

সিঙ্ঘু সীমান্তে ফের উত্তেজনা
এদিকে ২৬ জানুয়ারির ঘটনার পর কৃষকদের আন্দোলনকে মেনে নিতে চাইছে না সিঙ্ঘু সীমান্তের স্থানীয়রা। তাঁরা কৃষকদের সেখান থেকে সরে যাওয়ার দাবিতে সরব হয়েছে। কৃষকদের রাস্তা ছেড়ে দেওয়ার দাবি জানাতে শুরু করেছে। এই নিয়ে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে স্থানীয়দের বচসাও হয়। যার জেরে সিঙ্ঘু সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য গত দেড়মাস ধরে সিঙ্ঘু সীমান্তে অবস্থান বিক্ষোভ করে চলেছেন কৃষকরা।
'বিজেপি কর্মীদের বাড়ি থেকে বের হতে দেব না, ঠ্যাং ভেঙ্গে দেব', ফের খবরে অনুব্রত মণ্ডল