লালকেল্লা কাণ্ডে একের পর এক পদক্ষেপ নিয়েও মৌন ব্রত অমিত শাহের! নেপথ্যে কোন কারণ?
কৃষক নেতাদের গতিবিধির উপর নজরদারি চালাতে গোয়েন্দাদের নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক৷ বুধবার কেন্দ্রের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে৷ মঙ্গলবার কৃষকদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় দিল্লি৷ তার পরই কেন্দ্রের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর৷ তবে বিরোধীদের প্রশ্ন, একের পর এক পদক্ষেপ নিলেও কেন মৌন ব্রত পালন করছেন অমিত শাহ এবং প্রধানমন্ত্রী?

বৈঠকে বসেছিলেন অমিত শাহ
মঙ্গলবার ঘটনার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা, দিল্লি পুলিশের কমিশনার সচ্চিদানন্দ শ্রীবাস্তব ও আইবি-র প্রধান অরবিন্দ কুমারের সঙ্গে বৈঠক করেন৷ সেখানে দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখা হয়৷ পরিস্থিতি স্বাভাবিক রাখতে কী ধরনের পদক্ষেপ করা হচ্ছে সেই বিষয়টিও অমিত শাহ খোঁজ নেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে৷

দিল্লি পুলিশের বাধা ভেঙে বিক্ষোভ দেখিয়েছে কৃষকরা
সরকারের ওই সূত্র থেকে জানা গিয়েছে যে কৃষকরা দিল্লি পুলিশের বাধা ভেঙে বিক্ষোভ দেখিয়েছে৷ তাতেই ট্রাক্টর উলটে একজনের মৃত্যু হয়৷ সিসিটিভি ফুটেজেও সব স্পষ্ট হচ্ছে৷ সব শোনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন৷ পাশাপাশি পুলিশ যেভাবে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে ধৈর্য ধরেছে, তারও প্রশংসা অমিত শাহ করেছেন বলে খবর৷ অমিত শাহের ওই বৈঠকের পরই দিল্লিতে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে৷

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দোলন
মঙ্গলবার কৃষকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল দিল্লি৷ পুলিশের ব্যারিকেড ভাঙা হয়েছে৷ পুলিশের সঙ্গে হাতাহাতি-ধ্বস্তাধ্বস্তি করা হয়েছে৷ গাড়ি উলটে দেওয়া হয়েছে৷ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দোলন ঘিরে এমনই অভিযোগ ওঠে৷ শেষে লালকেল্লায় কৃষকরা পতাকা তুলে দেন৷ এই নিয়ে প্রবল সমালোচনা করছে বিভিন্ন মহল৷

কৃষকদের আন্দোলন ঘিরে ধ্বংসাত্মক চেহারা
কেন্দ্রীয় সরকার গত সেপ্টেম্বরে বাদল অধিবেশনে তিনটি নতুন কৃষি আইন পাস করায়৷ নভেম্বরের শেষ থেকে আন্দোলনে নামে ৪১টি কৃষক সংগঠন৷ সংযুক্ত কিষান মোর্চা নামে একটি যৌথ মঞ্চ তৈরি করা হয়৷ আন্দোলনকারীদের দাবি, ওই তিনটি আইন কৃষক বিরোধী৷ তাই তা প্রত্যাহার করতে হবে৷ কৃষকদের সঙ্গে কেন্দ্রের আলোচনা চলছে৷ কিন্তু তার মধ্যেই মঙ্গলবার কৃষকদের আন্দোলন ঘিরে ধ্বংসাত্মক চেহারা নিল৷