কোন পথে উদ্বোধনী টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারে বিরাটের ভারত
৫ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টে সিরিজ খেলতে নামছে ভারত। ইতিমধ্যেই দুই দলের ক্রিকেটাররা চেন্নাইয়ে পৌঁছে গিয়েছেন। অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে হারানোর পর এবার ভারতের সামনে মিশন ইংল্যান্ড।

এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোথায় দাঁড়িয়ে ভারত
এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টে টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে।৫ টি সিরিজে ভারত ১৩টি টেস্ট খেলেছে, যার মধ্য়ে ৯টিতে জয় ও ৩টিতে হার ও ১টি ড্র। ফলে ৪৩০ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থানে রয়েছে ভারত।

প্রথম চারে কারা রয়েছে
পয়েন্ট টেবিলের তালিকায়, ৪৩০ পয়েন্ট নিয়ে ভারত শীর্ষস্থানে রয়েছে। এরপর নিউজিল্যান্ড ৪২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। অস্ট্রেলিয়া ৩৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ৪১২ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড চার নম্বরে রয়েছে।

কেন ভারতের ফাইনাল খেলা এখনও নিশ্চিত নয়
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে উঠে এলেও বিরাটদের ফাইনাল খেলা এখনও নিশ্চিত নয়। টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এটিই ভারতের শেষ সিরিজ। সুতরাং ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের এই সিরিজেই স্পষ্ট হয়ে যাবে ভারতের ভবিষ্যৎ। অন্যদিকে ভারত-ইংল্যান্ড সিরিজের মধ্য়ে দিয়ে ইংল্যান্ডেরও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নির্ভর করছে।

কোন পথে ভারত উদ্বোধনী টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারে
দেখে নেওয়া যাক কোন পথে ভারত উদ্বোধনী টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারে। এই মুহূর্তে ভারতের সংগ্রহে ৪৩০ পয়েন্ট রয়েছে। ফাইনালে যেতে হলে ভারতকে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৪-০, ৩-০, ২-০ অথবা ৩-১ ব্যবধানে জিততে হবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের থেকে কোহলিরা অনেকটা এগিয়ে যাবে। ধরাছোড়ায় বাইরে চলে যাবে তারা।

ইংল্যান্ডের ক্ষেত্রে কোন সমীকরণ
অন্যদিকে ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে সিরিজ জিতলেও তাদের ফাইনালে যাওয়া নিশ্চিত নয়। সেক্ষেত্রে তাদের দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজের দিকে তাকিয়ে থাকতে হবে। তবে রুটরা বিরাটদের যদি ৩-০ বা ৪-০ ব্যবধানে হারিয়ে দেয়, সেক্ষেত্রে তারা ভারতের ফাইনাল খেলার আশায় জল ঢেলে দেবে।
ভারতেই আইপিএল ২০২১ আয়োজনে মরিয়া বিসিসিআই! তৈরি প্ল্যান বি! চূড়ান্ত ঘোষণা কবে?